Advertisement
  • দে । শ
  • মে ১৪, ২০২৪

বিচার চেয়ে পুলিশের হাতে নিগৃহিত মহিলা । কর্তব্যরত এএসআইকে ক্লোজ করল কোচবিহার জেলা পুলিশ

আরম্ভ ওয়েব ডেস্ক
বিচার চেয়ে পুলিশের হাতে নিগৃহিত মহিলা । কর্তব্যরত এএসআইকে ক্লোজ করল কোচবিহার জেলা পুলিশ

কোচবিহারে মহিলাকে হেনস্থার অভিযোগ পুলিশের বিরুদ্ধে । এনিয়ে একটি ভিডিয়ো সমাজ মধ্যমে প্রকাশ্যে আসতেই কর্তব্যরত পুলিশকে ক্লোজ করল কোচবিহার জেলা পুলিশ। তার বিরুদ্ধে শুরু হয়েছে বিভাগীয় তদন্ত ।

সোমবার তুফানগঞ্জ থানার এএসআই এর বিরুদ্ধে এক মহিলাকে হেনস্থার অভিযোগ ওঠে । সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এক ভিডিয়ো । সেখানে দেখা যায় এক মহিলাকেচুলের মুঠি ধরে গাড়িতে তুলছেন ওই পুলিশ আধিকারিক জগদীশ ঘোষ ।

নাটাবাড়ির চড়ালজানি এলাকার বাসিন্দা মমতাজ খাতুন পারিবারিক বিবাদের নিস্পত্তিতে নালিশ জানান স্থানীয় পঞ্চায়েতে। গত ৯ মে সেই অভিযোগের ভিত্তিতেই বসে সালিশি সভা । সেখানে স্থানীয় তৃণমূল নেতা জাহাঙ্গির আলমের বিরুদ্ধে তাঁকে মারধরের অভিযোগ ওঠে । সেই নেতার বিরুদ্ধে তুফানগঞ্জ থানায় ডায়রি করতে গেলে, পুলিশ তা নিতে অস্বীকার করে। এরপর তিনি স্থানীয় পঞ্চায়েত দফতরের সামনে ধরণায় বসেন । সেখান থেকেই তাঁকে তুলতে বল প্রয়োগ করে ওই কর্তব্যরত পুলিশ আধিকারিক।

আজ অভিযুক্ত তৃণমূল নেতা জাহাঙ্গিরের শাস্তির দাবিতে নাটাবাড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েত দফতরের সামনে স্থানীয় মহিলারা ধরণায় বসেছিলেন । পরে পুলিশ এসে তাঁদের তুলে দেয় । ওই গ্রাম পঞ্চায়েত প্রধানের দাবি জাহাঙ্গির তাদের দলের কর্মী নয় ।

এদিকে গতকাল পুলিশের হাতে নির্যাতিতা মহিলার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায় । স্থানীয় মানুষও তুফাগঞ্জের এএসআই এর শাস্তির দাবি জানায় । এরপরই তদন্তে নামে জেলা পুলিশ । কোচবিহার জেলার পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য পরে সংবাদমাধ্যমকে বলেন, অভিযুক্ত পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে । পাশাপাশি জাহাঙ্গিরের বিরুদ্ধে ওঠা অভিযোগেরও তদন্ত শুরু করা হবে । নির্যাতিতা মহিলা যাতে সুবিচার পান সে বিষয়ে কোচবিহার প্রশাসনের তরফে আশ্বস্ত করা হয়েছে ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!