Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ৬, ২০২৪

‌শুরু হল রাজ্য টেবিল টেনিস, উদ্বোধন করলেন মোনালিসা বড়ুয়া

আরম্ভ ওয়েব ডেস্ক
‌শুরু হল রাজ্য টেবিল টেনিস, উদ্বোধন করলেন মোনালিসা বড়ুয়া

শুরু হল রাজ্য টেবিল টেনিস প্রতিযোগিতা। মঙ্গলবার বড়বাজারের যুবক সংঘে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রাক্তন জাতীয় চ্যাম্পিয়ন মোনালিসা বড়ুয়া। এবারের প্রতিযোগিতা প্রয়াত দ্রোনাচার্য কোচ জয়ন্ত পুশিলালের স্মরণে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য টেবিল টেনিস সংস্থা। তাই প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছে জয়ন্ত পুশিলাল মেমোরিয়াল টেবিল টেনিস প্রতিযোগিতা।
১২ নভেম্বর পর্যন্ত প্রতিযোগিতা চলবে। এবারের প্রতিযোগিতায় দারুণ সাড়া পাওয়া গেছে। বিভিন্ন বিভাগে দেড় হাজারের বেশি খেলোয়াড় প্রতিযোগিতায় অংশগ্রহন করেছে। দলগত বিভাগ দিয়ে প্রতিযোগিতা শুরু হয়েছে। ১৯টি দল প্রথম দিন অংশ নিয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত দলগত বিভাগের খেলা অনুষ্ঠিত হবে। তারপর ব্যক্তিগত বিভাগের খেলা শুরু। পুরুষদের বিভাগে গতবারের রজ্যা চ্যাম্পিয়ন অঙ্কুর ভট্টাচার্য হাওড়া জেলার হয়ে খেলছেন। পুরুষ বিভাগ ছাড়াও অনূর্ধ্ব ১৯ বিভাগেও তিনি খেলবেন। এছাড়া ছেলেদের বিভাগে খেলছেন শঙ্খদীপ দাস, বোধিসত্ত্ব চৌধুরি, ঐশিক ঘোষ, তমাল বল্লভ, অনির্বাণ ঘোষ, পুনিত বিশ্বাস, অনিকেত সেন চৌধুরিরা।
অন্যদিকে, মেয়েদের বিভাগে প্রতিযোগিতায় অংশ নিয়েছেন প্রাপ্তি সেন, মৌসুমী পাল, পয়মন্তী বৈশ্য, প্রিয়দর্শিনী দাস, অঙ্কলিকা চক্রবর্তী, দিৎসা রায়, মৌমিতা দত্তরা। আন্তর্জাতিক প্রতিযোগিতায় ব্যস্ত থাকার কারণে মহিলাদের বিভাগে এবারের রাজ্য চ্যাম্পিয়নশিপে খেলছেন না সিন্ড্রেলা দাস। একজন খেলোয়াড় একাধিক বিভাগে অংশ নিতে পারবেন না, জাতীয় টেবিল টেনিস সংস্থা গতবছর থেকে এই নিয়ম তুলে নেওয়ায় এবছর অনেকেই একাধিক বিভাগে প্রতিযোগিতায় নামছেন। একজন খেলোয়ারের চতুর্মুকুট পাওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে, দীর্ঘদিন পর কলকাতায় এসে আপ্লুত প্রাক্তন জাতীয় চ্যাম্পিয়ন মোনালিসা বড়ুয়া। রাজ্য চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করে তিনি স্মৃতি রোমান্থন করেন। নিজের সময়ের খেলার কথা বলে তরুণ প্রতিভাদের উদ্বুদ্ধে করেন। বাংলার টেবিল টেনিসে যে প্রতিভার অভাব নেই, সেকথাও তিনি তুলে ধরেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!