- দে । শ
- অক্টোবর ১১, ২০২৩
পুজোর কলকাতায় ১৭ হাজার বিদেশি সমাগম, আশাবাদী রাজ্য পর্যটন দফতর

বাংলার দূর্গা পুজো এখন বিশ্বের দরবারে স্বীকৃত। ইউনেস্কো কলকাতার দুর্গাপুজোকে স্বীকৃতি দেওয়ায় বিদেশিদের কাছে কলকাতার দূর্গা পুজোর আকর্ষণ বেড়েছে। কলকাতার দূর্গা পুজোয় এবার বিদেশিদের ঢল নামতে পারে। এমনটাই পর্যটন দফতরের অনুমান। রাজ্য পর্যটন দফতর সূত্রে জানা গেছে, প্রায় ১৭ হাজার পর্যটক এবার কলকাতার দূর্গা পুজো দেখতে আসতে পারেন।
দেশি-বিদেশী পর্যটকদের কাছে কলকাতার দুর্গোৎসব বরাবরই আকর্ষণের কেন্দ্র বিন্দু। তবে ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার পর কলকাতার দূর্গা পুজোর আকর্ষণ আরও বেড়েছে। রাজ্য পর্যটন দফতরের হিসাব বলছে, এই বছর কলকাতার দূর্গা পুজোয় ১৭ হাজার পর্যটক এই উৎসেব অংশ নিতে পারেন। মহালয়া থেকে দেওয়ালি পর্যন্ত পাঁচ লক্ষ মানুষ অংশ নিতে পারেন এই উৎসবে।
পর্যটন দফতরের এক আধিকারিক জানিয়েছেন, “আমরা ইন্ডিয়ান অ্যাসোশিয়েশন অফ ট্যুর অপারেটর-এর একটি কনভেনশনে প্রায় ৯০০-র কাছাকাছি ট্যুর অপারেটরের সঙ্গে কথা বলেছি। তারা এ বছর বিদেশি পর্যটকদের জন্য বিশেষ প্যাকেজের ব্যবস্থা করছে। রাজ্য সরকারও তৈরি ৬৫টি পুজো প্যাকেজ নিয়ে।”
পূর্ব ভারতের হোটেল ও রেস্টুরেন্ট অ্যাসোশিয়েশনের তরফে জানান হয়েছে, বিদেশি পর্যটক এলে থাকার কোনও সমস্যা হবে না। রাজ্য প্রায় ৫০ হাজারের মতো হোটেল রুম রয়েছে। ইউনেস্কোর হেরিটেজ তকমা পাওয়ার পর গত বছর থেকেই দুর্গা পুজোয় রাজ্যে বিদেশি পর্যটকদের ভিড় বেড়েছে। সেই মতো সব ব্যবস্থা নেওয়া হয়েছে পর্যটকদের জন্য।
গত বছর প্রায় ১২ হাজার বিদেশি পর্যটক এসেছিলেন কলকাতায় পুজো দেখতে। এ বছর পর্যটন ব্যবসায়ীরা আরও ৪০ শতাংশ বেশি পর্যটক আশা করছেন। ট্রাভেল এজেন্টদের বক্তব্য অনুযায়ী বিদেশি পর্যটকরা মূলত, আমেরিকা, অস্ট্রেলিয়া, ফ্রান্স, ইতালি, আয়ারল্যান্ড থেকে কলকাতার পুজো দেখতে আসেন।
❤ Support Us