- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- সেপ্টেম্বর ২৮, ২০২৪
এবছর রাজ্য টেবিল টেনিস প্রতিযোগিতা জয়ন্ত পুশিলালের নামে করার সিদ্ধান্ত রাজ্য টিটি সংস্থার

প্রয়াত দ্রোনাচার্য কোচ জয়ন্ত পুশিলালকে শ্রদ্ধা জানাতে এগিয়ে এল রাজ্য টেবিল টেনিস সংস্থা। এবছর রাজ্য টেবিল টেনিস প্রতিযোগিতা জয়ন্ত পুশিলালের নামে করার সিদ্ধান্ত নিয়েছে বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশন। জয়ন্ত পুশিলালের স্মরণ সভায় এই কথা ঘোষণা করেন রাজ্য সংস্থার যুগ্ম–সচিব শর্মি সেনগুপ্ত।
আজ, শনিবার কলকাতা ময়দানে সেন্ট্রাল এক্সাইজ তাঁবুতে প্রয়াত টেবিল টেনিসের দ্রোনাচার্য কোচ জয়ন্ত পুশিলালের স্মরণসভার আয়োজন করেছিল বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশন। সংস্থার কর্তারা ছাড়াও জয়ন্ত পুশিলালের অনেক ছাত্র–ছাত্রী, কোচ, নামী খেলোয়াড়রা এই স্মরণ সভায় হাজির ছিলেন। সকলেই জয়ন্ত পুশিলালের কোচিংয়ের নানা দিক তুলে ধরে। মানুষ হিসেবেও জয়ন্ত পুশিলাল কেমন ছিলেন, সেকথাও স্মরণ করেন কিংবদন্তি কোচ মিহির ঘোষ। তিনি বলেন, ‘জয়ন্ত পুশিলাল ১৮ জন জাতীয় চ্যাম্পিয়ন তৈরি করেছে। টেবিল টেনিসে ওর অবদান অনস্বীকার্য। জয়ন্ত গুরুদের গুরু। আমি বন্ধুকে হারিয়েছি। এখন কার সঙ্গে প্রতিযোগিতা করব?’
বেঙ্গল স্টেট টেবিল টেনিস সংস্থার সভাপতি স্বপন ব্যানার্জি বলেন, ‘জয়ন্তদার মত মানুষ বিরল। যে কোনও ব্যাপারেই সাহায্যর জন্য এগিয়এ আসতেন। টেবিল টেনিসের তিনটি ইউনিটকে এক মঞ্চে নিয়ে আসার ব্যাপারে দারুণ ভূমিকা নিয়েছিলেন। সুভাষ চক্রবর্তী, সোমনাথ চট্টোপাধ্যায়, মদন মিত্র, অরূপ বিশ্বাসরা যা করতে পারেননি, আমাদের টেবিল টেনিস পরিবার তা করেছে। যার পেছনে ছিলেন জয়ন্ত পুশিলাল। জয়ন্তদার মতো কোচ চলে যাওয়াটা আমাদের টেবিল টেনিসের কাছে বড় ক্ষতি।’
জাতীয় টেবিল টেনিস সংস্থা আঞ্চলিক টেবিল টেনিসের সূচি বদল করায় রাজ্য চ্যাম্পিয়নশিপ এগিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য টেবিল টেনিস সংস্থা। ডিসেম্বরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এবছর ৪ থেকে ১২ নভেম্বর রাজ্য টেবিল টেনিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বড়বাজার যুবক সংঘ ক্লাবে এবারের রাজ্য প্রতিযোগিতা হবে। এইবছর প্রথম বড়বাজারের যুবক সংঘে প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে।
এই ব্যাপারে রাজ্য সংস্থার যুগ্ম–সচিব শর্মি সেনগুপ্ত বলেন, ‘এবছর ডিসেম্বরে চন্দননগরে রাজ্য চ্যাম্পিয়নশিপ আয়োজনের পরিকল্পনা ছিল। কিন্তু সূচি বদল হওয়ায় নভেম্বরে করতে হচ্ছে। ওই সময় চন্দননগরে জগদ্ধাত্রী পুজো। তাই বড়বাজারের যুবক সংঘে প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবছর রাজ্য চ্যাম্পিয়নশিপ জয়ন্ত পুশিলালের নামে করা হবে। পরবর্তী সময়ে স্টেজ থ্রি আরও একটি প্রতিযোগিতা জয়ন্ত পুশিলালের স্মৃতিতে করার পরিকল্পনা রয়েছে।’
❤ Support Us