Advertisement
  • এই মুহূর্তে ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • জুন ২৫, ২০২৪

স্বাধীনতা দিবসেই আসছে ‘স্ত্রী- ২’। টিজারে কী বার্তা রাজকুমারের ?

আরম্ভ ওয়েব ডেস্ক
স্বাধীনতা দিবসেই আসছে ‘স্ত্রী- ২’। টিজারে কী বার্তা রাজকুমারের ?

মধ্য প্রদেশের ছোট্ট গ্রাম চান্দেরি । এই গ্রামে একটি প্রচলিত কিম্বদন্তি আছে। সকালবেলা এ গ্রাম যতই ছায়া সুনিবিড় শান্তির নীড় মনে হোক, রাতে এর চেহারা আমূল বদলে যায়। নিশুতি রাতে এ গ্রামের যুবকেরা কেউই বেশি রাত পর্যন্ত বাড়ির বাইরে থাকেনা। কারণ ‘সে’ যদি একবার কোনও যুবককে পিছন থেকে ডাকে ও সেই যুবক তার আহ্বানে সাড়া দেয়, মুহূর্তে লোপাট হয়ে যাবে সে। শুধু পড়ে থাকবে তার পোশাক । এরপর মাথা খুঁড়লেও হারানিধি আর ঘরে ফিরবেনা।
কিন্তু কেন?

স্থানীয়রা মনে করেন ,রাত্রি আঁধার হলে এক অজ্ঞাত পরিচয় নারী শিকার খুঁজতে বেরোয়। শিকার অর্থাৎ সদ্য যৌবন প্রাপ্ত পুরুষ। সে আসলে কোনও রক্ত মাংসের জীব নয়। গ্রাম বাংলার লোককথায় যাকে ‘নিশি’ বলে , চান্দেরির অজ্ঞাত পরিচয় রমণী সেই ধরনের কোনও অশরীরী । স্থানীয় ভাষায় তাকে ‘স্ত্রী’ বলে ডাকা হয়। তার ডাকে সাড়া যেন কেউ না দেয়, তাই বাড়ির দরজায় রক্ত দিয়ে লেখা থাকে, ‘ওহে স্ত্রী , তুমি কাল এসো !’ বছরের উৎসব অনুষ্ঠান শেষে গ্রাম থেকে কোনও না কোনও যুবক লোপাট হবেই। ফলে আতঙ্কিত থাকেন বাসিন্দারা। তবুও স্ত্রী লোককথার রাণী হয়ে চান্দেরি গ্রামের আনাচে কানাচে ঘাপটি মেরে শিকার ধরার অপেক্ষায় বসে থাকে।

 

View this post on Instagram

 

A post shared by Maddock Films (@maddockfilms)

চান্দেরি গ্রামের এই প্রচলিত বিশ্বাসকে অবলম্বন করে ২০১৮ সালে মুক্তি পায় হরর কমেডি ‘স্ত্রী’। সে বছর ছবিটি দারুন জনপ্রিয় হয়েছিল । পাক্কা ছ বছর পর বড় পর্দায় ফিরে আসছে ‘স্ত্রী।’ নাম ভূমিকায় যথারীতি শ্রদ্ধা কাপূর রয়েছেন। ২০১৮ সালে একই চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। কয়েক দিন আগে তাঁর ইন্সটাগ্রাম হ্যান্ডেলে স্ত্রী – র দ্বিতীয় ভাগের আগমন বার্তা শুনিয়েছেন তিনি। মুক্তির দিন ক্ষণও জানিয়েছেন ওইদিন।রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপূর জুটির ‘স্ত্রী’ –র দ্বিতীয় ভাগ আগামী স্বাধীনতা দিবসে দেশজুড়ে মুক্তি পেতে চলেছে। আজ মুক্তি পেল তার টিজার।

এক অবগুণ্ঠিত নারী মূর্তির উপর জল ঢালার দৃশ্য থেকে শুরু হচ্ছে টিজার। মূর্তির নিচে লেখা ‘ও স্ত্রী রক্ষা কর’। রাজকুমার রাওয়ের ভয় মিশ্রিত কণ্ঠস্বর বলে উঠল , ‘ও তো সত্যিই এসে গেছে দেখছি!’ চারিদিকে আতঙ্ক মিশ্রিত রহস্যের মাঝে ফুটে উঠল স্ত্রী-র ভূমিকায় শ্রদ্ধা কাপূরের চেহারা। টিজারে শুধু রাজকুমার রাও বা শ্রদ্ধা কাপূর নয়, পংকজ ত্রিপাঠি, তামান্না ভাটিয়া সকলকে এক ঝলক দেখা গিয়েছে। এক মিনিটের টিজারে যে স্ত্রী-র প্রথম সংস্করণের থেকে বেশি হরর উপাদান রয়েছে তা বিলক্ষণ টের পাওয়া গেছে ওই টিজারে।

ছবির নির্দেশনা করেছেন অমর কৌশিক। কাহিনীকার নিরেন ভট । প্রযোজনা করেছেন জ্যোতি দেশপান্ডে ও দীনেশ ভিজান । বিভিন্ন চরিত্রে রয়েছেন রাজকুমার রাও, শ্রদ্ধা কাপূর, অপার শক্তি খুরানা, অভিষেক বন্দ্যোপাধ্যায়, , পংকজ ত্রিপাঠি প্রমুখ। তবে এবারে একটি বিশেষ চরিত্রে পাওয়া যাবে অভিনেতা বরুণ ধাওয়ানকে ।

ভারতীয় সিনেমার ১১১ বছরের ইতিহাসে বহু ছবির একটি, দুটি সিকোয়েল তৈরি হয়েছে। কিছু ছবির দ্বিতীয় ভাগ প্রথম সংস্করণটিকে ছাপিয়ে যায়। আবার কোনটি তার ধারেকাছেও আসতে পারে না।বলিউডে এরকম একাধিক উদাহরণ রয়েছে। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘স্ত্রী’-র জনপ্রিয়তা তার বর্তমান সংস্করণকে অতিক্রম করবে, নাকি পারবে না, তার জন্য অপেক্ষা করতে হবে স্বাধীনতা দিবস পর্যন্ত।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!