- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- নভেম্বর ১৯, ২০২৪
অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলে ফিরলেন রিচা ঘোষ, বাদ শেফালি ভার্মা

আগামী মাসে একদিনের সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতীয় মহিলা ক্রিকেট দল। অস্ট্রেলিয়া সফরের জন্য মঙ্গলবার দল বেছে নেওয়া হয়েছে। হরমনপ্রীত কাউরকেই নেতৃত্বে রাখা হয়েছে। দলে ফেরানো হয়েছে বাংলার রিচা ঘোষকে। তবে চমক, তারকা ওপেনার শেফালি ভার্মার দলে সুযোগ না পাওয়া। এছাড়া বিশ্রাম দেওয়া হয়ে পূজা বস্ত্রকারকে।
পরীক্ষার জন্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে শেষ সিরিজে খেলতে পারেননি রিচা ঘোষ। তাঁকে আবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে সুযোগ দেওয়া হল। খারাপ ফর্মের জন্য বাদ পড়েছেন শেফালি ভার্মা। এই বছরে একেবারেই ব্যাটে রান নেই শেফালির। ৬ ম্যাচে মাত্র ১০৮ রান করেছেন। গত বছর ডিসেম্বরে শেষবার ভারতীয় দল থেকে বাদ পড়েছিলেন শেফালি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচের পর ব্যর্থতার জন্য। একবছর পর আবার বাদ। শেফালির পরিবর্তে স্মৃতি মানধানার সঙ্গে ওপেন করবেন যস্তিকা ভাটিয়া ।
রিচা ছাড়াও বাংলার তিতাস সাধুও সুযোগ পেয়েছেন। এছাড়াও ফেরানো হয়েছে প্রিয়া পুনিয়া, হারলিন দেওল, অফ স্পিনার মিন্নু মনিকে। চোটের কারণে অস্ট্রেলিয়া সফরেও নেই লেগস্পিনার আশা সোভনা। নিউজিল্যান্ড সিরিজের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্রাম দেওয়া হয়েছে অলরাউন্ডার পূজা বস্ত্রকারকে। অফস্পিনার শ্রেয়াঙ্কা পাটিল, স্পিন বোলিং অলরাউন্ডার দয়ালান হেমলতা, উইকেটকিপার উমা ছেত্রীও নেই অস্ট্রেলিয়া সফরের দলে। মিডল অর্ডার ব্যাটার তেজল হাসাবনিস, লেগস্পিনার প্রিয়া মিশ্র ও জোরে বোলার সাইমা ঠাকোর সুযোগ পেয়েছেন।
ঘোষিত ভারকীয় দল: হরমনপ্রীত কাউর (অধিনায়ক), স্মৃতি মানধানা, প্রিয়া পুনিয়া, জেমাইমা রডরিগেজ, হারলিন দেওল, যস্তিকা ভাটিয়া (উইকেটকিপার), রিচা ঘোষ (উইকেটকিপার), তেজল হাসাবনিস, দীপ্তি শর্মা, মিন্নু মনি, প্রিয়া মিশ্র, রাধা যাদব, তিতাস সাধু, অরুন্ধতী রেড্ডি, রেণুকা সিং ঠাকুর, সাইমা ঠাকোর।
৫ ডিসেম্বর সিরিজ শুরু। ব্রিসবেনের অ্যালান বর্ডার ফিল্ডে প্রথম ম্যাচ। দ্বিতীয় একদিনের ম্যাচ একই মাঠে ৮ ডিসেম্বর। পার্থের ওয়াকায় ১১ ডিসেম্বর তৃতীয় ম্যাচ।
❤ Support Us