Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • আগস্ট ২৭, ২০২৪

নবান্ন অভিযান ঘিরে নানা জায়গায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ । এর মাঝেই শহরে নির্বিঘ্নে চলছে নিটের পরীক্ষা

আরম্ভ ওয়েব ডেস্ক
নবান্ন অভিযান ঘিরে নানা জায়গায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ । এর মাঝেই শহরে নির্বিঘ্নে চলছে নিটের পরীক্ষা

আর জি করের ঘটনার আজ ১৬ দিন অতিক্রান্ত। কলকাতার বিভিন্ন স্থানে অব্যহত দোষিদের শাস্তির দাবিতে আন্দোলন, সমাবেশ। এরই মধ্যে শুরু হয়ে গেছে জুনের স্থগিত নেট পরীক্ষা। আজ প্রথমভাগের পরীক্ষা ৯:৩০ – ১২:৩০ আর দ্বিতীয়ভাগে ৩:০০- ৬:০০ বেশ কিছু বিষয়ের পরীক্ষা ছিল। প্রধমভাগে ছিল দর্শন, হিন্দি আর দ্বিতীয়ভাগেও ছিল হিন্দি, অসমিয়া, অলচিকিসহ আরো বেশ কিছু ভাষার পরীক্ষা।

একইদিনে, পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ব্যানারে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল। গতকাল, নবান্নের নিরাপত্তার কথা মাথায় রেখে কলকাতা পুলিশ কলকাতার বহু রাস্তা কিছু সময়ের জন্য বন্ধ রাখার নোটিশ জারি করে।  পরীক্ষার্থীরা যাতে কোনো সমস্যার সম্মুখিন না হন, তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহনের কথা বলা হয়েছিল কলকাতা পুলিশের পক্ষে ।

মঙ্গলবার নবান্ন অভিযান রদ করতে বিদ্যাসাগর সেতু, তারাতলা রোড, খিদিরপুর রোডের মতো গুরুত্বপূর্ণ রাস্তাগুলো বন্ধ কে দিয়েছিল কলকাতা পুলিশ । ফলে ওইসব জায়গার পরীক্ষার্থীরা যাতে সমস্যার সম্মুখিন না হন, সেজন্য বহু পরীক্ষা কেন্দ্রেরও রদবদল করা হয় ।সকাল থেকে দুটো অর্ধে হয়েছএ নিটের পরীক্ষা । প্ৰথম পর্বের সংখ্যাগরিষ্ঠ পরীক্ষার্থীরা জানিয়েছেন তারা নির্বিঘ্নে পরীক্ষা দিতে পেরেছেন।দ্বিতীয় অর্ধের নিট পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছোতে পেরেছেন। যদিও কোথাও কোথাও গণপরিবহনের সমস্যা রয়েছে বলে জানিয়েছএন তারা ।

আজ পশ্চিমবঙ্গ ছাত্রসমাজের আহ্ববানে চলছে নবান্ন অভিযান, মহানগরের বিভিন্ন অঞ্চলে পুলিশি ব্যারিডেক ভাঙতে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা, বিক্ষোভ প্রতিহত করতে জলকামান এবং টিয়ার গ্যাস ছোড়া হয় পুলিশের পক্ষে । শহরের বিভিন্ন জায়গায় ঘটনায় কেউ কেউ জখম হলেও এখনো পর্যন্ত প্রাণহানির কোনো খবর নেই ।গতকালই কলকাতার বিভিন্ন বেসরকারি স্কুল ছুটি ঘোষনা করে দেয়। বাতিল হয় বহু পরীক্ষাও।

এঅবস্থায় নিটের প্রথমভাগের পরীক্ষা আপাত শান্তিপূর্ণভাবে মিটলেও, দ্বিতীয়ভাগের পরীক্ষার্থীদের ঘরে ফেরার জন্য পুলিশের সক্রিয়তা ও নিরাপত্তার প্রতি আশা রাখছেন অভিভাবকরা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!