Advertisement
  • টে | ক | স | ই
  • ডিসেম্বর ৯, ২০২২

চিনা জ্যাকেটে গায়েব আস্ত মানুষ।অভিনব অবিষ্কারে আবারও সংবাদে ইউহান

আরম্ভ ওয়েব ডেস্ক
চিনা জ্যাকেটে গায়েব আস্ত মানুষ।অভিনব অবিষ্কারে আবারও সংবাদে ইউহান

করোন ভাইরাসের পর আবার সংবাদ শিরোনামে চিনের ইউহান। তেব এবার ভাইরাস আতঙ্ক নয়, বেমালুম একটা মানুষকেই অদৃশ্য করার পোশাক বানিয়ে তাক লাগাল সেখানকার বিশ্ববিদ্যালয়ের চার ছাত্র। 

প্রতি বছরই চিনা প্রযুক্তি সংস্থা হুয়াওয়ে নতুন আবিষ্কার আর গবেষণাকে উৎসাহ দিতে প্রতিযোগিতার আয়োজন করে। সেই প্রতিযোগিতাতেই অংশগ্রহণ করেছিল উহান বিশ্ববিদ্যালয়ের চার তরুণ ছাত্র।তারা তৈরি করেছে এমন একটি পোশাক যা পরলেই গায়েব আস্ত গোট মানুষ ।সূর্যালোক কিংবা কৃত্রিম আলো কোন কিছুতেই ধরা পড়বে না  সেই পোশাকের মানুষের গতিবিধি।তাদের তৈরি অভিনব এই পোশাকের নাম ইনভিস ডিফেন্স। 

ওয়েই হুই, ইউহান বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের পিএইচডি গবেষক। তিনি এই পোশাকের আলগরিদম তৈরি করছেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে, এই পোশাকটির নকশা নির্মাণে প্রচুর শ্রম দিয়েছেন তিনি এবং তার সহযোগীরা। সাধারণ ক্যামেরা সহজেই মানব শরীরকে শনাক্ত করতে পারে। কিন্তু এই পোশাক গায়ে চাপালে কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি ক্যামেরাও ধোঁকা খাবে, লেন্সে ধরা পরবে না কিছুই।

সাধারণত যে সমস্ত সিকিউরিটি ক্যামেরা আমরা দেখি সেগুলো ইনফ্রারেড থার্মাল ইমেজিং প্রযুক্তি ব্যবহার করে মানুষকে শনাক্ত করে। কিন্তু এই পোশাকটিতে এমন প্রযুক্তিতে তৈরি, যা গায়ে দিলে সেই ব্যক্তিকে কোন ক্যামেরাই শনাক্ত করতে পারবে না। খুব স্বল্প খরচে , কম্পিউটার সায়েন্সের জটিল আলগরিদম ব্যবহার করেই তৈরি হয়েছে এই ছদ্মবেশ। ইউহান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওয়াং জানাচ্ছেন, এই ইনভিস ডিফেন্স পোশাক পরে রাস্তা ঘাটে ঘুরলে, কোন স্পাই ক্যামেরা পোশাক পরিবিত ব্যক্তিকে শানক্ত করতে পারবে না। তবে এই ছদ্মবেশটিকে ঘিরে এখনো গবেষণা চলছে। স্পাই বা সাধারণ সিসিটিভি ক্যামকে ফাঁকি দেওয়ার ক্ষেত্রে ৫৭% কার্যকার।পোশাকের অদূশ্যমানতা বাড়াতে এখনো গবেষণা চালিয়ে যাচ্ছে ওই তরুণ দল।

 


❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!