- এই মুহূর্তে দে । শ
- সেপ্টেম্বর ৯, ২০২৪
বিঘ্নিত মণিপুরবাসীর নিরাপত্তা, মুখ্যমন্ত্রীর কাছে ক্ষোভ প্রকাশ ছাত্রছাত্রীদের । পেশ ছয় দফা দাবি
সোমবার, প্রায় এক হাজার স্কুল ও কলেজ ছাত্র মণিপুরের মুখ্যমন্ত্রীর সচিবালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। কিছুদিন আগেই বিচ্ছিন্নতাবাদীদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় সেরাজ্যে প্রাণ হারান দুই ব্যক্তি, আহত হন ১০ জন । প্রশ্ন ওঠে আম নাগরিকের নিরাপত্তা নিয়ে ।
সোমবার রাজ্যবাসীর নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি নিয়ে পথে নামেন সেরাজ্যের ছাত্রছাত্রীরা। সেই মিছিল থেকে দাবি ওঠে, অযোগ্য জনপ্রতিনিদিদের পদত্যাগের দাবিও ওঠে। পরে বিক্ষ্ণোবরত ছাত্রছাত্রীরা দেখা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এবং রাজ্যপাল এল আচার্যের সঙ্গে। পরে এবিষয়ে ছাত্র প্রতিনিধিরা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, সেরাজ্যে সন্তা্রাস নিয়ন্ত্রণে ব্যর্থ পুলিশের ডিরেক্টর জেনারেল তথা রাজ্য সরকারের নিরাপত্তা উপদেষ্টা। তাঁর পদত্যাগ সহ রাজ্যবাসীর নিরাপত্তার বিষয়ে ছয়টি দাবি তাদের তরফ থেকে পেশ করা হয়েছে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংকে ।
রবিবার, বীরেন সিং সরকার রাজ্যপালের সঙ্গে রাজ্যের নিরাপত্তা বিষয়ে একটি বৈঠকে বসেন, সেখানেই কেন্দ্রীয় ইউনিফাইড কমান্ড প্রত্যাহারের দাবিও পেশ করা হয় রাজ্যের তরফে ।রাজ্যপালের সঙ্গে আলোচনায় বলা হয়, গত দুবছর ধরে উত্তর পূর্বের এ রাজ্যের অশান্ত সামাজিক পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক দায়িত্ব দেয় ইউনিফাইড কমান্ডকে ।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে কলেজের এক ছাত্র সাংবাদিকদের বলেন, “আমরা ভালোভাবে, নিশ্চিন্তে, অবাধে পড়াশোনা করতে চাই। আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই সংশয়, দ্বন্দ্ব শেষ করার জন্য মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছি।” থাউবাল জেলায়, ইউনিফর্ম পরা ছাত্ররা রাজ্যের আঞ্চলিক ও প্রশাসনিক অখণ্ডতার গ্যারান্টির দাবিতে এবং যে কোনো ধরণের পৃথক প্রশাসনের বিরোধিতা করে একটি সমাবেশ করেছে। একইভাবে, কাকচিং জেলায়, কুকি জঙ্গিদের দ্বারা সাম্প্রতিক বেসামরিক হত্যার প্রতিবাদে হাজার হাজার স্থানীয় লোক একটি গণ সমাবেশ করেছে। তারা সাসপেনশন অফ অপারেশনস (SoO) চুক্তি বাতিলের আহ্বান জানিয়েছে এবং রাজ্য সরকারকে আহ্বান জানিয়েছে এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার জন্য।
❤ Support Us