- দে । শ
- নভেম্বর ৫, ২০২১
অশ্রু ভেজা ফুলের তোড়ায় বিদায় সুব্রতকে
সকাল দশটা থেকে দুটো পর্যন্ত রবীন্দ্রসদনে শায়িত ছিলেন বাংলার রাজনীতির কিংবদন্তী সুব্রত মুখ্যাপাধ্যায়। তাঁকে শেষ দেখার জন্য অনুরাগীদের ভিড় জমে যায়। ছুটে আসেন বাম নেতা সুজন চক্রবর্তী, সূর্যকান্ত মিশ্র, তূণমূল বিধায়ক কামামদন মিত্র, দেবাশীষ কুমার, আবদুল মান্নান, কেন্দ্রীয়মন্ত্রী নিশীথ প্রামাণিক সহ অনেকেই। ক্লাবের সবুজ-মেরুণ পতাকায় সুব্রত মুখোপাধ্যায়ের দেহে জড়িয়ে দিয়ে মোহনবাগান সচিব সৃঞ্জয় বোস বললেন, ওঁকে সব সময় পাশে পেয়েছি’ ।ভারত সেবাশ্রমের মহারাজরা শ্রদ্ধা জানালেন প্রয়াত নেতাকে।
তাঁর দীর্ঘদিনের বন্ধু আর একমাত্র অভিনীত ছবির নায়িকা মুনমুন সেন, কান্নায় ভেঙে পড়লেন। মাথায় হাত বুলিয়ে বিদায় জানালেন প্রিয় সুব্রতদা কে । বেলায় দিকে কেওড়াতলা মহাশশ্মানে তাঁর শেষকূত্য সম্পন্ন হবে। বেলায় দিকে কেওড়াতলা মহাশশ্মানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
❤ Support Us