- ন | ন্দ | ন | চ | ত্ব | র
- নভেম্বর ২৮, ২০২২
রতন টাটাকে নিয়ে তৈরি হচ্ছে বায়োপিক, অভিনয় করতে পারেন অভিষেক বচ্চন

খুব শীঘ্রই বড় পর্দায় আসতে চলেছেন রতন টাটা। এই বিখ্যাত শিল্পপতির জীবন সেলুলয়েডের পর্দায় তুলে ধরার পরিকল্পনা করেছেন জাতীয় পুরস্কার বিজয়ী পরিচালক পারেসুধা কোঙ্গারা। রতন টাটাকে নিয়ে বায়োপিক তৈরি করতে চলেছেন তিনি। আগামী বছরের শেষের দিকে এই বায়োপিকের কাজ শুরু হবে। জানিয়েছেন পরিচালক নিজেই।
যে প্রযোজনা সংস্থা রতন টাটার বায়োপিক তৈরি করছে, সেই সংস্থার এক কর্তা বলেছেন, ‘রতন টাটা আমাদের দেশের একজন বিখ্যাত শিল্পপতি এবং তার গল্প রূপালী পর্দায় তুলে ধরতে পারাটা গর্বের বিষয়। এই বায়োপিকে রতন টাটার জীবনের এমন অনেক দিক তুলে ধরা হবে কিংবা এমন অনেক ঘটনা দেখা হবে, যা পাবলিক ডোমেনে পাওয়া যায় না। তাঁর জীবন সারা বিশ্বের প্রত্যেক ভারতীয়ের জন্য অনুপ্রেরণা।’ ইতিমধ্যেই স্ক্রিপ্ট লেখার কাজ শুরু হয়েছে। আগামী বছরের সেপ্টেম্বর মাস নাগাদ ফটোগ্রাফি শুরু করার পরিকল্পনা করা হয়েছে। রতন টাটার ভূমিকায় অভিষেক বচ্চন কিংবা দক্ষিণী অভিনেতা সুরিয়াকে নেওয়া হতে পারে। তবে এখনও কিছু চূড়ান্ত হয়নি।
রতন টাটা ১৯৯১ থেকে ২০১২, অবসর নেওয়ার আগে পর্যন্ত টাটা গ্রুপের হোল্ডিং কোম্পানি টাটা সন্সের চেয়ারম্যান ছিলেন। ৮৪ বছর বয়সী শিল্পপতি এবং টাটা সন্সের ইমেরিটাস চেয়ারম্যান রতন টাটাকে গত মাসে জনহিতকর ক্ষেত্রে অবদানের জন্য আরএসএস অনুষঙ্গিক সেবা ভারতী দ্বারা ‘সেবারত্ন’ পুরস্কার দেওয়া হয়েছিল। তাঁর সময়ে টাটা গ্রুপের রাজস্ব বহুগুণ বৃদ্ধি পায়। অবসর গ্রহণের পর, রতন টাটাকে টাটা সন্স, টাটা ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এমেরিটাস সম্মানসূচক উপাধি দেওয়া হয়েছে। তিনি ২০০৮ সালে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার, পদ্মবিভূষণে ভূষিত হন। এছাড়াও তিনি ভারত ও বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট উপাধি পেয়েছেন।
❤ Support Us