Advertisement
  • দে । শ
  • ডিসেম্বর ১২, ২০২৩

ব্রিগেডে মোদির মঞ্চে জায়গা পাচ্ছেন না সুকান্ত-শুভেন্দু !

আরম্ভ ওয়েব ডেস্ক
ব্রিগেডে মোদির মঞ্চে জায়গা পাচ্ছেন না সুকান্ত-শুভেন্দু !

আগামী ২৪ ডিসেম্বর কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লক্ষ কন্ঠে গীতাপাঠ, ওই দিন অনুষ্ঠানে আসার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। অনুষ্ঠানে মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়কেও আমন্ত্রণ জানান হয়েছে। রাজ‌্যপাল সি ভি আনন্দ বোস, দেশের বিভিন্ন প্রান্তের সাধুসন্তরা অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন। তবে এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী নরেন্দ্র মোদির  মঞ্চে জায়গা পাচ্ছেন না রাজ‌্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এই জাতীয় অনুষ্ঠানে মঞ্চে প্রধানমন্ত্রীর পাশে থাকেন দলের রাজ‌্য সভাপতি, মুখ‌্যমন্ত্রী বা দলের পরিষদীয় নেতা। বিজেপি-সহ সব রাজনৈতিক দলে এটাই নিয়ম। সেই নিয়মানুসারে পশ্চিমবঙ্গে এই জাতীয় অনুষ্ঠানে নরেন্দ্র মোদি এলে মঞ্চে তাঁর পাশে থাকার কথা রাজ‌্য বিজেপি সভাপতি ও বিরোধী দলনেতার। কিন্তু অখিল ভারতীয় সংস্কৃত পরিষদের উদ্যোগে আয়োজিত গীতাপাঠের আসরে সেই ছবিটা ভাঙা হচ্ছে বলেই এখনও পর্যন্ত জানা যাচ্ছে। সাধুসন্তদের এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, মুখ‌্যমন্ত্রী, রাজ‌্যপালের আসন থাকলেও সুকান্ত মজুমদার বা শুভেন্দু অধিকারীদের বসতে হবে নিচে, সাধারণ ভক্তজনের সঙ্গে। রাজ‌্য বিজেপি সূত্রে খবর, বিড়ম্বনা এড়াতে ইতিমধ্যে সেই কথা জানিয়েও দেওয়া হয়েছে রাজ‌্য বিজেপির দুই প্রধান নেতাকে। অনুষ্ঠানের আয়োজকরা লক্ষ কন্ঠে গীতা পাঠের অনুষ্ঠানকে কোনওভাবেই বিজেপির অনুষ্ঠান হিসাবে পরিচিত করাতে চান না।

তবে মঞ্চে সুকান্ত-শুভেন্দুরা জায়গা না পেলেও এই অভূতপূর্ব অনুষ্ঠানকে সফল করতে সব রকমের চেষ্টা চালাচ্ছে রাজ‌্য বিজেপি । ইতিমধ্যেই এই অনুষ্ঠানের জন্য জেলায় জেলায় প্রচারে নেমে পড়েছেন বিজেপি নেতৃত্ব। এলাকা থেকে লোকজন নিয়ে ব্রিগেডে হাজির থেকে অনুষ্ঠানকে সফল করার জন‌্য বার্তা দেওয়া হয়েছে দলের বিধায়ক, সাংসদদের।

অনুষ্ঠানের উদ্যোক্তাদের পক্ষে মানস ভট্টাচার্য জানিয়েছেন, ‘‘ব্রিগেডে ২৪ ডিসেম্বরের মূল অনুষ্ঠান হচ্ছে গীতাপাঠ। গীতার ১৮টি অধ্যায়ের মধ্যে থেকে পাঁচটি অধ্যায় পাঠ করা হবে ওই দিন। প্রধানমন্ত্রী এই উদ্যোগ নিয়ে কিছু বলতে পারেন অনুষ্ঠানে। তবে মূল আশীর্বাণী দেবেন দ্বারকা মঠের শংকরাচার্য। আর কোনও বক্তৃতার কর্মসূচি থাকছে না।’’
তবে বাংলায় এতবড় একটা ধর্মীয় অনুষ্ঠানে সর্বতোভাবে সহযোগিতা করেও শেষ পর্যন্ত মোদির মঞ্চে জায়গা না পেলে শুভেন্দু, সুকান্তদের তৃণমূলের কাছে যে মুখ পুড়বে তাতে কোনও সন্দেহ নেই।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!