Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • এপ্রিল ৮, ২০২৩

সুকন্যাকে ইডির তলব। এবারও কি হাজিরা এড়াবেন অনুব্রত তনয়া ?

আরম্ভ ওয়েব ডেস্ক
সুকন্যাকে ইডির  তলব।  এবারও  কি হাজিরা এড়াবেন অনুব্রত তনয়া ?

ফাইল চিত্র

তৃতীয়বারের জন্য সুকন্যাকে দিল্লিতে ডেকে পাঠাল ইডি। আগামী সপ্তাহে কেন্দ্রীয় সংস্থার দপ্তরে অনুব্রতকন্যাকে হাজিরা দিতে হবে। গোয়েন্দাদের অনুমান, তাঁকে জিজ্ঞাসাবাদ করে গো পাচার মামলার বহু অজানা সূত্র মিলতে পারে।

গোরু পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য আগেও দুবার ইডি সুকন্যাকে ডেকে পাঠিয়েছিল। কেন তিনি হাজিরা দেননি তা এখনও অজানা। অনুব্রতকে  তদন্তকারীরা নিজেদের হেফাজতে নিয়েছেন। কেন্দ্রীয় সংস্থা   সূত্রে খবর, পিতা ও কন্যাকে মুখোমুখি বসিয়ে জেরা করা করা হবে।

বস্তুত, গত বছর সিবিআই আধিকারিকদের প্রশ্নের উত্তরে সুকন্যা বলেছিলেন,তাঁর বিপুল সম্পত্তির উৎস সম্পর্কে তিনি নাকি নিজেই অবগত নন। এ ব্যাপারে যাবতীয় তথ্য অনুব্রত ও তাঁর হিসাব রক্ষকের কাছে রয়েছে। মণীশ জৈনকে ইতিমধ্যে আটক করেছে ইডি। তাঁকে জিজ্ঞাসাবাদ করে বেশ কয়েকটি অ্যাকাউণ্টের সন্ধান মিলেছে। অবাক করবার মতো বিষয় হল প্রতিটিই সুকন্যার নামে। এই সমস্ত ব্যাপারে সবিস্তারে জানতেই অনুব্রতকন্যাকে  তলব করলেন  কেন্দ্রীয় গোয়েন্দারা। তবে,  এবারও যদি তিনি উপস্থিত না হন তাহলে, মামলা বিলম্বিত হবে। যদিও  কেন্দ্রীয় তদন্তকারীদের প্রশ্নের মুখোমুখি আদৌ হবেন কিনা সে ব্যাপারে এখনও তিনি কিছু জানাননি।  তাই অনুব্রতকন্যার প্রতিক্রিয়া নিয়ে জল্পনা-কল্পনা এখন তুঙ্গে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!