Advertisement
  • স | হ | জ | পা | ঠ
  • এপ্রিল ২৯, ২০২৩

সাত ঘণ্টা মহাকাশে কাটিয়ে আরবি নভশ্চরের বিরল নজির

আরম্ভ ওয়েব ডেস্ক
সাত ঘণ্টা মহাকাশে কাটিয়ে আরবি নভশ্চরের বিরল নজির

মহাকশে ৭ ঘণ্টার বেশি সময় কাটিয়ে বিরল নজির গড়লেন সংযুক্ত আরব আমিরশাহির মহাকাশচারী সুলতান আল নেয়াদি। সঙ্গে ছিলেন নাসার প্রযুক্তিবিদ স্টিফেন বাওয়েন, ওয়ারেন হবার্গ ও রাশিয়ার আন্দ্রে ফেদইয়েভ অত্যন্ত মহাকাশ গবেষণা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য আহরণের জন্য ২৬ ফেব্রুয়ারি স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেটে চড়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) যান তাঁরা । আরব দেশ থেকে আগেও আল মনসুরি মহাকাশে গেছেন । কিন্তু এতক্ষণ সেখানে থাকার কৃতিত্ব কোনো আরবি নভশ্চরের নেই।

মূলত দুটি উদ্দেশ্যে তাঁরা মহাকাশ পাড়ি দিয়েছিলেন। প্রথমত, সেখানে তারের মাধ্যমে বার্তা প্রেরণের জন্য ধারাবাহিক প্রস্তুতিমূলক কর্মসূচির প্রারম্ভিক ধাপ সম্পূর্ণ করে রাখা। দ্বিতীয়ত, একটি রেডিও ফ্রিকোয়েন্সি গ্রুপ সেখানে যাতে আনা যায় তার ব্যবস্থা করা । নাসা সূত্রে যাচ্ছে, দুটি কাজই সাফল্যের সঙ্গে সম্পূর্ণ হয়েছে।

মহাকাশে এতটা সময় কী করে কাটানো সম্ভব হল, সে সম্পর্কে জানা যাচ্ছে যে বিশেষ প্রস্তুতি নিয়ে নিয়েছিল নাসা। মহাকাশ চারীদের যাতে দীর্ঘক্ষণ মহাকাশে থাকা সুনিশ্চিত হয়য় সেকারণে বিশেষ প্রযুক্তি ব্যবহার করে পোষাক নির্মাণ করা হয়েছিল। যার ফলে যখন তাঁরা পৃথিবীর অভিকর্ষ সীমার বাইরে চলে যাচ্ছেন তাঁদের খুব বেশি অসুবিধা হয়নি। তাই খুব সহজেই অতিরিক্ত এক ঘন্টা তাঁরা সেখানে থাকতে পেরেছেন। সে সঙ্গে মহাকাশ চারীদের অতিরিক্ত তাপমাত্রা ও তেজস্ক্রিয় বিকিরণেরসম্মুখীন হতে হয়েছে। কিন্তু যাবতীয় বাধা পেরিয়ে নিজেদের নির্ধারিত উদ্দেশ্য পূরণ করতে পেরেছেন চার নভশ্চর। যা নিয়ে উচ্ছ্বাসিত নাসার গোটা বিজ্ঞানী পরিবার।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!