- মা | ঠে-ম | য় | দা | নে
- জানুয়ারি ১৬, ২০২৪
অস্ট্রেলিয়ান ওপেনে ইতিহাস গড়লেন ভারতের সুমিত নাগাল
অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষদের সিঙ্গলসে ইতিহাস গড়লেন ভারতের টেনিস তারকা সুমিত নাগাল। ১১ বছর পর ভারতীয় খেলোয়াড় হিসেবে অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে পৌঁছলেন। ২০১৩ সালে শেষবার ভারতীয় খেলোয়াড়দের মধ্যে দ্বিতীয় রাউন্ডে উঠেছিলেন সোমদেব দেব বর্মণ। তাঁর পর আর কোনও ভারতীয় পুরুষ বিভাগে প্রথম রাউন্ডের বাধা টপকাতে পারেননি।
মঙ্গলবার মেলবোর্ন পার্ক সাক্ষী থাকল এক ঐতিহাসিক ম্যাচের। প্রথম রাউন্ডে কাজাখস্তানের আলেকজান্ডার বুবলিকের মুখোমুখি হয়েছিলেন সুমিত নাগাল। সুমিত নাগালের তুলনায় বুবলিক অনেক এগিয়ে। বিশ্ব ক্রমতালিকায় বুবলিকের স্থান ২৭ নম্বরে। অন্যদিকে, সুমিত নাগাল রয়েছেন ১৩৭ নম্বরে। অস্ট্রেলিয়ান ওপেনে বুবলিক ৩১ নম্বর বাছাই। আর অবাছাই হিসেবে খেলছেন সুমিত নাগাল। স্ট্রেট সেটে বুবলিককে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন নাগাল। জিতেছেন ৬–৪, ৬–২, ৭–৬ ব্যবধানে।
১৯৮৯ সালের পর এই প্রথম কোনও ভারতীয় খেলোয়াড় গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টে বাছাই খেলোয়াড়কে হারালেন। নাগালের আগে এই কীর্তি গড়েছিলেন রমেশ কৃষ্ণণ। হারিয়েছিলেন তৎকালীন ক্রমতালিকায় এক নম্বর ম্যাটস উইল্যান্ডারকে।
এই নিয়ে দ্বিতীয় বার কোনও গ্র্যান্ড স্লাম ইভেন্টে প্রথম রাউন্ডের বাধা টপকালেন সুমিত নাগাল। ডেভিস কাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলেননি তিনি। সেই কারণে ভারতীয় টেনিস ফেডারেশন অস্ট্রেলিয়ান ওপেনে নাগালের জন্য ওয়াইল্ড কার্ড এন্ট্রির আবেদন করেনি। ফলে বাছাই পর্ব খেলে উঠে আসতে হয় ভারতের এই টেনিস তারকাকে।
❤ Support Us