- প্রচ্ছদ রচনা
- ফেব্রুয়ারি ২, ২০২২
ভোটের মুখে দল ছাড়লেন পাঞ্জাবের কংগ্রেস নেতা সুনীল জাখর ।
পাঞ্জাবের সুপরিচিত কংগ্রেস নেতা সুনীল জাখর ভোটের মুখে দল ছেড়েই বিস্ফোরক মন্তব্য করলেন । ক্যাপ্টেন অমরিন্দর সিংকে যখন মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়, তখন ওই পদের জন্য বিধায়কদের মধ্যে ভোটাভোটি হয়েছিল। জাখর দাবি করেছেন যে, তিনি ৪২ বিধায়কের ভোট পেয়েছেন । ১৬ সুখবিন্দর, ১২প্রনীত কৌর এবং ৬ টি নভজ্যোত এবং দুটি ভোট চরণজিৎ সিং চান্নি। তবু আমাকে মুখ্যমন্ত্রী করা হয়নি। রাহুল গান্ধী আমাকে ডেকে ডেপুটি মুখ্যমন্ত্রী হওয়ার জন্য বলেছিলেন, আমি তা প্রত্যাখ্যান করেছি ।
জাখরের বিবৃতি এমন সময়ে এসেছে যখন কংগ্রেস ক্রমাগত সিএম চরণজিৎ সিং চান্নির অবস্থানকে শক্তিশালী করার চেষ্টা করছে, যিনি দুই আসনে লড়ছেন। প্রশ্ন উঠছে জাখর কেন এতদিন মুখ খোলেন নি ? ভোটের মুখে কেন দলের কোন্দল বাড়িয়ে দল ছাড়লেন ? নিশ্চয় কোনো হাতছানি পেয়েছেন ।
❤ Support Us