Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • ফেব্রুয়ারি ১২, ২০২৫

১৯ মার্চ পৃথিবীতে ফিরিতে পারেন সুনীতাদের, শুরু প্রস্তুতি

আরম্ভ ওয়েব ডেস্ক
১৯ মার্চ পৃথিবীতে ফিরিতে পারেন সুনীতাদের, শুরু প্রস্তুতি

ঠিক ছিল এপ্রিলের শুরুতে দুই মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোরকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসবে নাসা। অবশেষে, সুনীতাদের পৃথিবীতে ফেরার দিন এগিয়ে নিয়ে আসা হয়েছে। বড় কোনও অঘটন না ঘটলে ১৯ মার্চ পৃথিবীর মাটিতে পা দেবেন দুই মার্কিন মহাকাশচারী।

২০২৪ সালের ৫ জুন ৮ দিনের মিশনের আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন জন্য গিয়েছিলেন সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর। কিন্তু বোয়িং স্টারলাইনার মহাকাশযানের যান্ত্রিক ত্রুটির কারণে পৃথিবীতে ফিরতে পারেননি। আট মাস ধরে তাঁরা মহাকাশে আটকে আছেন। তাঁদের দুজনকেই ১৯ মার্চ ফেরত আনার কথা ভাবছে নাশা। স্পেসএক্সের ক্রু–১০ মিশনে ক্যাপসুলে চড়ে তাঁরা ফিরে আসবেন। যে মিশন ২৯ সেপ্টেম্বর থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের সঙ্গে ডক করা হয়েছে।

সিনহুয়া সংবাদ সংস্থা জানিয়েছে, ১২ মার্চ স্পেসএক্সের ক্রু–১০ উৎক্ষেপণের লক্ষ্য। ইতিমধ্যেই মিশনের প্রস্তুতি চলছে। সুনীতা উইলিয়ামস, বুচ উইলমোর, নাসার নভোচারী নিক হেগ এবং রসকসমস মহাকাশচারী আলেকজান্ডার গরবুনভকে নিয়ে গঠিত ক্রু–৯ মিশনটি নতুন আগত ক্রু–১০ ক্রুদের সাথে বেশ কয়েকদিনের হস্তান্তরের পর পৃথিবীতে ফিরে আসার পরিকল্পনা করা হয়েছে। ক্রু–১০ মিশনটি নাসার মহাকাশচারী অ্যান ম্যাকক্লেইন এবং নিকোল আয়ার্স, জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির মহাকাশচারী তাকুয়া ওনিশি এবং রসকসমস মহাকাশচারী কিরিল পেসকভকে মহাকাশ স্টেশনে নিয়ে যাবে।

নাসা জানিয়েছে, ক্রু–১০ মিশনের জন্য একটি নতুন ড্রাগন মহাকাশযান উৎক্ষেপণের জন্য মিশন ব্যবস্থাপনার সিদ্ধান্তের পরে পূর্ববর্তী উৎক্ষেপণের সুযোগ পাওয়া যাচ্ছে, যার জন্য অতিরিক্ত প্রক্রিয়াকরণ সময় প্রয়োজন। এই মিশনে এন্ডুরেন্স নামে একটা আগে উৎক্ষেপিত ড্রাগন ব্যবহার করা হবে। যৌথ দল মহাকাশযানের পূর্বে উড়ানো হার্ডওয়্যারের মূল্যায়ন সম্পন্ন করার জন্য কাজ করছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পেসএক্সের সিইও এলন মাস্ককে উইলিয়ামস এবং উইলমোর উভয়কেই যত তাড়াতাড়ি সম্ভব ফিরিয়ে আনার জন্য অনুরোধ করার পর মিশনটি ত্বরান্বিত হয়েছে। মাস্ক দাবি করেছেন যে, সুনীতা ও বুচকে এত দিন ধরে ইচ্ছাকৃতভাবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকে রাখা হয়েছিল। যদিও নাসা ইতিমধ্যেই কয়েক মাস আগে স্পেসএক্সের সাথে যোগাযোগ করেছিল তাদের ক্রুও৯ মিশনের অংশ হিসাবে উভয় নভোচারীকে ফিরিয়ে আনার জন্য।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!