Advertisement
  • এই মুহূর্তে ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • জুন ১৩, ২০২৪

সাতাশ বছর পর ‘প্রতিজ্ঞা পূরণ’।ফিরছে বর্ডার – ২

আরম্ভ ওয়েব ডেস্ক
সাতাশ বছর পর ‘প্রতিজ্ঞা পূরণ’।ফিরছে বর্ডার – ২

১৯৯৭ সাল, এখনকার অনেক যুবক যুবতি তখন নেহাতই শিশু। দূরদর্শনে তখন একটাই চ্যানেল। সাদা কালো সে যুগ তখন আজকের তুলনায় অনেক বেশি রঙিন ছিল। রবিবারের চিত্রহারের সকালবেলা টিভিতে  বেজে উঠত ‘সন্দেশে আতে হ্যা’,দেখা যেত  যুদ্ধরত একদল সৈনিক, বাড়ি থেকে আসা প্রিয়জনের চিঠিতে তাদের স্পর্শ খুঁজছে। এখানে  গোলাগুলিতে বাতাস ভারী। প্রতি মুহূর্তে শোনা যায় মৃত্যুর পদশব্দ।  পাঞ্জাবের পাখি ডাকা ভোরে ওই সর্ষে ক্ষেতে এক সৈনিক যুবকের প্রতীক্ষায় তার প্রেমিকা এখনও দাঁড়িয়ে আছে। কিংবা সদ্য বিবাহিত তরুণের নব বিবাহিতা স্ত্রী তার স্বামীর পথ চেয়ে বসে আছে; এমনই কত টুকরো টুকরো জীবনের জলছবি।  তখন সে শিশুদের অনেকেরই চোখে ভবিষ্যতে ওই জলপাই রঙের পোশাকে নিজেকে দেখার কাল্পনিক চিত্র ভেসে উঠত ।
তাঁরা এখন বড় হয়েছে। কেউ সেনাবাহিনীতে গিয়েছেন। কেউ যেতে পারেননি। কেউ বা এখনও সে জীবনের কথা ভেবে অলক্ষ্যে চোখের জল ফেলেন। নব্বই দশকের শিশুদের কাছে যুদ্ধের সিনেমা মানে একটাই ছবি ‘বর্ডার।’ পরিচালনায় ছিলেন জে পি দত্তা।  সানি দেওল অভিনীত ১৯৭১ সালের ভারত- পাকিস্তান যুদ্ধের পটভূমিকায় নির্মিত  সে ছবি ১৯৯৭ সালের ব্লক ব্লাস্টার হিট। শুধু সানি দেওল নন, ছিলেন অক্ষয় খান্না, সুনীল শেঠী , সুদেশ বেদী , পুনিত ইসার, পূজা ভাট, রাখি গুলজার প্রমুখ। সাতাশ বছর পর সে ছবির দ্বিতীয় ভাগ নিয়ে আসছেন পরিচালক অনুরাগ দত্তা। আজ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সে কথা প্রকাশ করেছেন সানি দেওল স্বয়ং। নাম ‘বর্ডার ২’। সমাজমাধ্যমে প্রকাশিত সে ভিডিওতে সানির কণ্ঠস্বরে শোনা গেছে, ‘এক ফৌজি সাতাশ বছর পর নিজের প্রতিজ্ঞাপূরণ করতে ফিরে আসছে। ‘প্রযোজক রূপে থাকবেন ভূষণ কুমার, কৃষাণ কুমার, জেপি দত্তা ও নিধি দত্তা।

 

View this post on Instagram

 

A post shared by Sunny Deol (@iamsunnydeol)

সানি দেওলের ঘোষণায় একাধিক সেলিব্রিটি প্রতিক্রিয়া জানিয়েছেন। ডিজাইনার মণীশ মালহোত্রা, সুনীল শেট্টি, এশা দেওল প্রমুখরা ছাড়াও অগণিত ভক্ত এই ছবিকে কেন্দ্র করে নিজেদের মনোভাব জানিয়েছেন। এক অনুরাগী লিখেছেন, ‘আর অপেক্ষা করতে পারছি না!’ আরেকজন মন্তব্য করেছেন, ‘আমি খুব খুশি ও উত্তেজিত কারণ আমার ছোটবেলা আবার ফিরে এসেছে’। ২০২৬ সালের প্রজাতন্ত্র দিবসে ছবিটি মুক্তি পাওয়ার কথা।তবে বর্ডারের দ্বিতীয় সংস্করণে সানি দেওল ছাড়া আর কারা কারা থাকছেন, তা অবশ্য স্পষ্ট নয়।
সানি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, ২০১৫ সালে বর্ডার ২ কে তৈরি করার কথা ছিল। কিন্তু তখন সানির অভিনীত ছবিগুলি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছিল। তাই প্রযোজকেরা এই ছবি নিয়ে এগোতে খুব একটা সাহস পাননি। তবে তিনি ‘সানি দেওল’। তাঁর ছবি মানেই ‘লারজার দ্যান লাইফ’ । সম্প্রতি মুক্তি পাওয়া গদর-২ এর সাফল্যের পর বর্ডার-২ নিয়ে অগ্রসর হতে দুবার ভাবতে হয়নি নির্মাতাদের। ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত ‘গদর-১’ এর  সিকুয়েল হল ‘গদর-২’। ছবিটি তার প্রথম সংস্করণের মত সফল না হলেও সাফল্যের অনেকটাই কাছাকাছি যেতে পেরেছিল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!