- ন | ন্দ | ন | চ | ত্ব | র
- জুন ২৮, ২০২৩
‘সুপারম্যান’-এর মুখ বদল ! ইস্পাত মানবকে জীবন্ত করার দায়িত্বে এবার ডেভিড কোরেন্সওয়েট

বদলে যাচ্ছে শিশু ও কিশোরদের স্বপ্নের নায়ক। সুপারম্যান ফ্র্যাঞ্চাইজিতে বড়ো পরিবর্তন। মুখ্য ভূমিকায় এবার অভিনয় করবেন ডেভিড কোরেন্সওয়েট । তাঁর বিপরীতে লোইস লেন-কে পর্দায় ফুটিয়ে তুলবেন এমি পুরস্কার রাচেল ব্রসনান। সংবাদ সংস্থার খবর ছয়টি জুটির অডিশন নেওয়ার পর শেষ পর্যন্ত তাদের মুখ্য ভূমিকায় অভিনয়ের জন্য বাছা হয়েছে। বুধবার টুইট বার্তায় নিজের ছবির নতুন অভিনেতা-অভিনেত্রীদের কথা জানালেন জেমস গান। বললেন, কেবল অবিশ্বাস্য অভিনেতাই নয়, মানুষ হিসেবেও তাঁরা অসাধারণ।
২৯ বছরের কোরেনসওয়েট ইতিপূর্বে নেটফ্লিক্স- এর ‘দ্য পলিটিশিয়ান’ ও মিনিসিরিজ ‘উই ওন দিস সিটি’তে অভিনয় করেছেন।দর্শক ও সমালোচক মহলে সমাদৃত হয়েছে তাঁর কাজ । তাঁর বিপরীতে যিনি অভিনয় করবেন সেই ব্রোসনাহানও কম গুণী অভিনেত্রী নন। ‘দ্য মার্ভেলাস মিসেস মাইসেল’ ও ‘হাউস অফ কার্ড’-এর মতো সিরিজে অসাধারণ অভিনয়ের সুবাদে খ্যাতনামা হয়েছেন।পেয়েছেন পুরস্কারও।
এখনও পর্যন্ত ‘সুপারম্যান’-কে বড়ো পর্দায় জীবন্ত করে তুলেছেন তিন জন অভিনেতা। ১৯৭৮ সালে ক্রিস্টোফার রিভ, ২০০৬ সালে ব্র্যান্ডন রুথ এবং ২০১৩ সালে হেনরি ক্যাভিল। প্রত্যেকেই তাঁর নিজ নিজ সময়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে ছিলেন।আশা ছিল, পরবর্তী সুপারম্যানও ক্যাভিলই করবেন কিন্তু শেষ পর্যন্ত তিনি সেই চরিত্রে আর অভিনয় না করার সিদ্ধান্ত ঘোষণা করেন। তারপরই শুরু হয় নতুন ‘সুপারম্যান’-এর অন্বেষণ। শেষ পর্যন্ত ডেভিড কোরেন্সওয়েটকেই এ চরিত্রের জন্য বাছা হয়। তবে, ছবির মুক্তি সম্পর্কে পরিচালক জানিয়েছেন, ২০২৫-এর গ্রীষ্মের আগে তা সম্ভব নয়। খুব শীঘ্রই তাঁরা শুটিং শুরু করবেন।
❤ Support Us