Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • নভেম্বর ৭, ২০২৩

“শস্যের গোড়া পোড়ানো বন্ধ করুন”, দিল্লি দূষণে পাঞ্জাব-সহ পড়শি রাজ্যগুলিকে হুঁশিয়ার করল সুপ্রিম কোর্ট

আরম্ভ ওয়েব ডেস্ক
“শস্যের গোড়া পোড়ানো বন্ধ করুন”, দিল্লি দূষণে পাঞ্জাব-সহ পড়শি রাজ্যগুলিকে হুঁশিয়ার করল সুপ্রিম কোর্ট

“দিল্লির দূষণ নিয়ে রাজনৈতিক লড়াই চলতে পার না, মানুষের স্বাস্থ্যকে খুন করা হচ্ছে।” রাজধানীর দূষণ নিয়ে মঙ্গলবার কড়া মন্তব্য করল সুপ্রিম কোর্ট। পাশাপাশি পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং রাজস্থানের মতো রাজ্যগুলিতে শস্যের গোড়া পোড়ানো নিয়ে চরম হুঁশিয়ারি দিল আদলত। দুই পড়শি রাজ্যকে অবিলম্বে শস্যের গোড়া পোড়ানো বন্ধ করার নির্দেশ দিল শীর্ষ আদালত।

শীতের মরসুম এলেই শস্যের গোড়া পোড়ানোর কাজ শুরু হয়ে যায় পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থানে। যার পরিণতিতে দিল্লিতে দূষণের মাত্রা বাড়ে বলে বার বারই অভিযোগ ওঠে। এ বারও তার অন্যথা হয়নি। কিন্তু এ বার শস্যের গোড়া পোড়ানোর বিষয়ে অনেকটাই সতর্ক দিল্লির এই প্রতিবেশী রাজ্যগুলি। কিন্তু তার পরেও রাজ্যের কোথাও কোথাও শস্যের গোড়া পোড়ানোর কাজ চলছে বলে অভিযোগ। আর তার জেরেও দিল্লিতে মাত্রাতিকৃত দূষণ রাজধানীর মুখ ঢেকে দিয়েছে। এমনিতেই শীত পড়ার সঙ্গে সঙ্গে বাতাসে ধূলিকণার পরিমাণ বেড়ে যায়।

এদিকে শস্যের গোড়া পোড়ানোর কাজ কোথায় হচ্ছে, তার জন্য নজরদারি চালানোর ব্যবস্থা করছে পঞ্জাব সরকার। শস্যের গোড়া পোড়ানো যাতে বন্ধ করা যায়, তার জন্য বিভিন্ন এলাকায় নজরদারি চালাতে পাঠানো হচ্ছে সরকারি আধিকারিকদের। তেমনই রাজ্যের ভাতিন্ডা জেলার একটি গ্রামে এই নজরদারি চালাতে গিয়েছিলেন এক সরকারি আধিকারিক। সেই সময় তিনি দেখতে পান এক দল কৃষক শস্যের গোড়া পোড়াচ্ছেন।

পুলিশ সূত্রে খবর, ওই আধিকারিক তাঁদের কাছে জানতে চান, কেন তাঁরা এই কাজ করছেন? সরকারি আধিকারিককে গ্রামে ঢুকতে দেখে প্রায় ৫০-৬০ জন কৃষক তাঁকে ঘিরে ধরেন। তার পর তাঁকে শস্যের গোড়া পোড়াতে বাধ্য করেন বলে অভিযোগ। এই ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের কাছেও সেই ভিডিয়ো পৌঁছয়। তিনি এই ঘটনার তীব্র নিন্দা করে অভিযুক্ত কৃষকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, “শস্যের গোড়া পোড়ানো হচ্ছে কি না নজরদারি চালাচ্ছিলেন এক সরকারি আধিকারিক। তাঁকে দিয়ে জোর করে শস্যের গোড়া পোড়ানো হয়। এই ঘটনা বরদাস্ত করব না।”

ভাতিন্ডার ডেপুটি কমিশনার শেখওয়াত আহমেদ জানিয়েছেন, পুলিশ সুপারকে অভিযুক্ত কৃষকদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলা হয়েছে। তাঁর কথায়, “একসঙ্গে ৫০-৬০ জন কৃষক ওই সরকারি আধিকারিককে ঘিরে ধরেছিলেন। তাঁর কাছে বিকল্প কোনও উপায়ও ছিল না। আমি নিজে ওই গ্রাম ঘুরে এসেছি। অভিযুক্তদের কোনও ভাবেই ছাড়া হবে না।”
এবার দেখার শীর্ষ আদালতের নির্দেশে শস্যের গোড়া পোড়ানো বন্ধ হয় কি না।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!