Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • এপ্রিল ৮, ২০২২

ছাড়ল না সুপ্রিম কোর্ট, আজ পাক সংসদে পরাজয় অনিবার্য, সরতেই হবে ইমরানকে ।

আরম্ভ ওয়েব ডেস্ক
ছাড়ল না সুপ্রিম কোর্ট, আজ পাক সংসদে পরাজয় অনিবার্য, সরতেই হবে ইমরানকে ।

অনাস্থা ভোটের মুখোমুখি দাঁড়াতে হচ্ছে ইমরানকে। এবার তাঁকে সরতেই হবে। গতকাল রাতে, চারদিন ধরে শুনানির পর, পাক শীর্ষ আদালত বলেছে, গত রবিবার অনাস্থা প্রস্তাব খারিজ করে দেবার সিদ্ধান্ত আইন সঙ্গত ছিল না । অথএব, আজ শুক্রবার আবার অনাস্থা পেশ করতে হবে । ভোটাভুটি করাও আবশ্যক । জাতীয় সংসদে, ভোট উতরাতে হলে, ইমরানকে ১৭২ সাংসদের সমর্থন জোগাড় করতে হবে, যা এই মুহূর্তে অসম্ভব । অদৃশ্য কলকাটিতে বিরোধী ভোটের ঐক্যে যদি ভাঙন ধরে, তাহলে চিত্র অন্যরকম হতে পারে। এ মুহূর্তে এরকম সম্ভাবনা দেখা যাচ্ছে না । পাক রাজনীতির সব বিশেষজ্ঞ একমত যে, ইমরানের ইঙ্গিতেই রবিবার অনাস্থা ভোটের প্রস্তাব খারিজ করে দিয়েছিলেন ডেপুটি স্পিকার । ইমরান নিজের রাজনৈতিক ভাবমূর্তিকে স্বচ্ছ দেখতে প্রায় সঙ্গে সঙ্গে জাতীয় সংসদ ভেঙ্গে দিয়ে ৯০ দিনের মধ্যে নির্বাচন করানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন । তদারকি প্রধানমন্ত্রীর নামও রাষ্ট্রপতির কাছে সুপারিশ করেছিলেন । দ্বিতীয়ত, রাজনৈতিক অস্থিরতা তৈরির পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র ও সেনা নেতৃত্বের হাতও ‘আবিষ্কার’ করে ছিলেন । শেষ পর্যন্ত তাঁর সব কারসাজি নাকচ করে পাকিস্তানের সুপ্রিম কোর্ট আজ তাঁকে বিরোধীদের অনাস্থার মোকাবিলা করতে বাধ্য করছে । আজ মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন ইমরান, বিকেলে জাতির উদ্দেশে ভাষণও দেবেন। গতকালই ট্যুইট বার্তায় এসব কথা বলেছেন ইমরান।

গত রবিবার বিরোধীরা স্পিকার ছাড়াই অনাস্থা ভোটে যোগ দেন । এতে শাসক দলের কয়েকজন সাংসদও ছিলেন। সেদিনই দেখা গিয়েছিল ইমরানকে কুরসিচ্যূত করতে ভোট পড়েছে ১৯৭ টি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উমর আটা বন্দিয়ালের নেতৃত্বে পাঁচ সদস্যের ডিভিশন বেঞ্চের রায় প্রধানমন্ত্রীকে আরও বিপাকে ফেলে দিল। প্রমানিত হয়ে গেল, আইন লঙ্খন করিয়ে, অনাস্থা খারিজ করিয়ে , জাতীয় নির্বাচন ডেকে ক্ষমতায় ফিরতে চেয়েছিলেন পাকিস্তানের রাজনৈতিক ক্রিকেট নক্ষত্র । সায় দিল না সুপ্রিম কোর্ট। অনাস্থা তাঁকে ছাড়ছে না । পাঞ্জা কষতে বাধ্য করছে। পরাজয় যেখানে অনিবার্য, রাজনৈতিক জীবন অনিশ্চিত । পাকিস্তানের আভ্যন্তরীণ রাজনীতির ষড়যন্ত্রে কাঁটাবিদ্ধ । কালিমা লিপ্ত।

 


  • Tags:
❤ Support Us
Advertisement
2024 Lakshman Seth
Advertisement
2024 Debasish
Advertisement
error: Content is protected !!