Advertisement
  • এই মুহূর্তে
  • জানুয়ারি ৫, ২০২৩

সুপ্রিম রায়ে স্বস্তিতে হলদওয়ানি

আরম্ভ ওয়েব ডেস্ক
সুপ্রিম রায়ে স্বস্তিতে হলদওয়ানি

হলদওয়ানি কাণ্ডে সাধারণ মানুষের পক্ষেই রায় দিল সুপ্রিম কোর্ট। 

রেলের জমি জোর করে দখল করে রাখার অভিযোগে উত্তরাখণ্ডের হাইকোর্টে ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে হলদওয়ানির বনভুলপুরার বাসিন্দাদের বিরুদ্ধে মামলা করা হয়। বাসিন্দাদের কাছে জমির বৈধ মালিকানার কাগজ পত্র না থাকায় উচ্চ আদালত তাঁদের সাত দিনের মধ্যে এলাকা ছাড়ার নির্দেশ দেয়। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যান এলাকার স্থানীয় কংগ্রস বিধায়ক সুমিত হৃদয়েশ। আজ বৃহস্পতিবার সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি পি এল নরসিমহা এবং বিচারপতি এসএ নাজিরের বেঞ্চ সেই উচ্ছেদ মামলার শুনানিতে হাইকোর্টের নির্দেশের ওপর স্থগিতাদেশ জারি করে। তাঁদের স্পষ্ট বক্তব্য, একসঙ্গে এত মানুষকে দ্রুত উচ্ছেদ করা যায় না। যা শুনে খুশি তথাকথিত জবরদখলকারীরা।

রায়কে স্বাগত জানিয়েছেন বিরোধী নেতারাও। তারা জানাচ্ছেন, হলদোয়ানি রেলস্টেশনের পাশে প্রায় দু’কিলোমিটার জুড়ে গফুর বস্তি, ঢোলক বস্তি, ইন্দিরা নগর ও বনভুলপুরা এলাকার রেলের জমিতে কয়েক দশক ধরে বসবাস ৪,০০০-এর বেশি পরিবারের। রয়েছে, দোকানপাট, সরকারি স্কুল, কলেজ, মন্দির, মসজিদ, ব্যাঙ্ক,  পুরসভার জলের ট্যাঙ্কও। কিন্তু সে রাজ্যের বিজেপি সরকার ওই জমি জবরদখল মুক্ত করতে সক্রিয়। আজকের এই রায়ে এই মানুষগুলো তাদের নিজেদের বাসভূমিতেই নিরুপদ্রবে থাকার অধিকার পেলেন বলে জানান স্থানীয় কংগ্রেস নেতৃত্ব।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!