- এই মুহূর্তে দে । শ
- এপ্রিল ২, ২০২৪
বিভ্রান্তিকর বিজ্ঞাপন মামলায় আদালতে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চাইলেন বাবা রামদেব

পতঞ্জলির ঔষধির বিভ্রান্তিকর বিজ্ঞাপন মামলায় আদালতে হাজির হওয়ার নির্দেশ না মানায় সুপ্রিম কোর্টের কাছে নিঃশর্ত ক্ষমা চাইলেন যোগ গুরু বাবা রামদেব। মঙ্গলবার সুপ্রিম কোর্টে হাজির হয়ে বাবা রামদেব ও পতঞ্জলি আয়ুর্বেদের ম্যানেজিং ডিরেক্টর আচার্য বালকৃষ্ণ আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেন।
বাবা রামদেব এবং পতঞ্জলি আয়ুর্বেদের ম্যানেজিং ডিরেক্টর আচার্য বালকৃষ্ণকে বিভ্রান্তিকর বিজ্ঞাপন সংক্রান্ত আদালত অবমাননার মামলায় সুপ্রিম কোর্টে ব্যক্তিগতভাবে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কেন তাঁদের বিরুদ্ধে আদালত অবমাননা মামলা শুরু করা উচিত নয়, তার কারণ দর্শানোর নোটিশ জারি করার কয়েকদিন পর তাঁরা দুজনই আদালতে হাজির হন। পতঞ্জলির প্রতিনিধিত্বকারী আইনজীবী আদালতকে বলেন, ‘আমরা নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছি। বাবা রামদেব ক্ষমা চাইতে ব্যক্তিগতভাবে আদালতে উপস্থিত রয়েছেন।’ সুপ্রিম কোর্ট বাবা রামদেব এবং বালকৃষ্ণকে শেষ সুযোগ দিয়েছে। এক সপ্তাহের মধ্যে নতুন হলফনামা দাখিল করার নির্দেশ দিয়েছে। আগামী ১০ এপ্রিল এই মামলার শুনানি হবে।
মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি বাবা রামদেবকে বলেন, ‘আপনি প্রতিটি আদেশ অমান্য করেছেন। এটি সম্পূর্ণ অবাধ্যতা। শুধু সুপ্রিম কোর্ট নয়, সারা দেশের আদালতের দেওয়া প্রতিটি আদেশকে সম্মান করতে হবে।’ পতঞ্জলি আয়ুর্বেদ লিমিটেড ২০২৩ সালের ২১ নভেম্বর শীর্ষ আদালতকে আশ্বাস দিয়েছিল, তাদের উৎপাদিত ও বিপনন করা পণ্যগুলির বিজ্ঞাপন কোনও আইন লঙ্ঘন করবে না। ১৯ মার্চ সুপ্রিম কোর্ট বাবা রামদেব এবং বালকৃষ্ণকে এই মামলায় জারি করা নোটিশের জবাব দিতে ও আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়।
❤ Support Us