- দে । শ প্রচ্ছদ রচনা
- মে ২৬, ২০২৩
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদের উপর কোন স্থগিতাদেশ নয়, শীর্ষ আদালতে রক্ষা কবচ মিলল না অভিষেকের
কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আদালতের কাজে বিলম্ব করিয়ে দেওয়ার জন্য যে ২৫ লক্ষ টাকা জরিমানা ধার্য করেছিলেন তার ওপর সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে। অভিষেকের আবেদনের এই মামলার পরবর্তী শুনানি ১০ জুলাই

সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁকে জিজ্ঞাসাবাদে কোনও স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। গত শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় কুন্তল ঘোষের চিঠিকাণ্ড ও নিয়োগী মামলায় সুপ্রিম কোর্টে রক্ষা কবচ চেয়ে আবেদন জানিয়েছিলেন। এই মামলার আজ সুপ্রিম কোর্টে শুনানি ছিল। সুপ্রিম কোর্ট সেই মামলায় অভিষেককে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদের উপর কোন স্থগিতাদেশ দিল না। ফলে মিলল না কোনও রক্ষা কবচ। তবে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আদালতের কাজে বিলম্ব করিয়ে দেওয়ার জন্য যে ২৫ লক্ষ টাকা জরিমানা ধার্য করেছিলেন তার ওপর সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে। অভিষেকের আবেদনের এই মামলার পরবর্তী শুনানি ১০ জুলাই।
প্রসঙ্গত কুন্তল ঘোষের চিঠি কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরায় ডাকা হোক বলে নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে যান। তবে সুপ্রিম কোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই আবেদন শুনে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে মামলা সরিয়ে দেওয়ার নির্দেশ দেয়। এরপর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মামলা অমৃতা সিনহার এজলাসে পাঠিয়ে দেয়। তবে সুপ্রিম কোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জেলার ক্ষেত্রে সেই সময় কোনও নিষেধাজ্ঞা দেয়নি।
এরপর অমৃতা সিনহার এজলাসে এই মামলা উঠলে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জেরা করার নির্দেশ দেন। পাশাপাশি তিনি জানতে চান এই মামলার এজলাস বদল হলেও সুপ্রিম কোর্টতো জিজ্ঞাসাবাদে কোনও স্থগিতাদেশ দেয়নি।তাহলে কেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করছে না? এরপরেই গত শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিজাম প্যালেসে সিবিআই ৯ ঘণ্টা ৪০ মিনিট জেরা করে। ওই শনিবারই সকালে জেরায় যাওয়ার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের কাছে এই মামলায় রক্ষা কবচ চেয়ে জরুরি শুনানির জন্য আবেদন করেন। গত সোমবার এই মামলা শুনানি না হয়ে শুক্রবার শুনানির দিন ধার্য হয়। শেষ পর্যন্ত আজ শুক্রবার সুপ্রিম কোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আবেদনে কোন রক্ষা কবচ তাঁকে দিল না। যার ফলে কোনও স্বস্তি সুপ্রিমকোর্টে পেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই তাঁকে জেরার ক্ষেত্রেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কোনও বাঁধা রইল না। এই প্রসঙ্গে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন সুপ্রিম কোর্ট যুক্তিসংগত নির্দেশই দিয়েছে। তবে তিনি প্রশ্ন তুলেছেন এই মামলায় রাজ্য সরকার কিভাবে আইনজীবী নিয়োগ করলো? তাহলে কি রাজ্য সরকার এই তদন্তকে বিলম্বিত করার চেষ্টা করছে?
❤ Support Us