- এই মুহূর্তে দে । শ
- মার্চ ১১, ২০২৪
এসবিআই এর আর্জি খারিজ।সুপ্রিম নির্দেশ, ১২ মার্চেই জমা দিতে হবে নির্বাচনী বন্ডে বিনিয়োগকারীদের তথ্য
নির্বাচনী বন্ডের তথ্য প্রকাশ নিয়ে এবার দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে ভৎর্সনা করল সুপ্রিম কোর্ট । ১২ মার্চ, মঙ্গলবারের মধ্যে দেশের রাজনৈতিক দলগুলির পার্টি ফান্ডে বন্ডের মাধ্যমে যারা টাকা দিয়েছেন, তাদের নাম প্রকাশের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা ।
শীর্ষ আদালতের স্পষ্ট নির্দেশ আগামীকাল কোর্ট বন্ধ হওয়ার আগেই দেশের নির্বাচন কমিশনের হাতে ওই তথ্য তুলে দিতে হবে । ১৫ মার্চ, বিকেল ৫ টার মধ্যে তাদের ওয়েবসাইটে সেই তথ্য প্রকাশ করবে নির্বাচন কমিশন ।
নির্বাচনী বন্ড নিয়ে রাজনৈতিক দলের চাঁদা আদায়ের এই নীতি ঘোষণা করেছিলে কেন্দ্রের মোদি সরকার । এই বন্ড থেকে সবথেকে বেশি আয় হয়েছে বিজেপির । সুপ্রিম কোর্টের নির্দেশে সেই তালিকা প্রকাশিত হলে জানা যাবে সব থেকে বেশী কারা বিজেপিকে টাকা দিয়েছে ।
বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ এই মামলার শুনানির সময় তাঁরা বলেন, ৬ মার্চের মধ্যে এসংক্রান্ত হিসেব পেশের নির্দেশ দিয়েছিল আদালত, সেই নির্দেশ মানতে অযথা দেরি করা হচ্ছে। ইচ্ছাকৃত দেরি করার জন্য স্টেট ব্যাঙ্কের বিরুদ্ধে নোটিস জারিরি নির্দেশও দিয়েছে সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এদিন বলেন, অনুদানদাতাদের তথ্য মুখবন্ধ খামে ব্যাঙ্কের মুম্বই ব্রাঞ্চে জমা রাখা আছে, এমনটাই জানানো হয়েছে, তাহলে তথ্য নির্বাচন কমিশনের হাতে তুলে দিতে এত দেরি কেন? বিচারপতি সঞ্জীব খান্নাও সঙ্গে সঙ্গে বলেন,আপনাদের শুধুমাত্র সিল খুলতে হবে, তথ্য সংগ্রহ করতে হবে এবং তা জমা দিতে হবে ।
২০১৭-১৮ থেকে ২০২২-২৩-এর মধ্যে ছ’বছরে রাজনৈতিক দলগুলি নির্বাচনী বন্ডের মাধ্যমে প্রায় ১২ হাজার কোটি টাকা চাঁদা পেয়েছিল। এর মধ্যে বিজেপি একাই পেয়েছিল ৬৫৬৪ কোটি টাকা। কংগ্রেস ১১৩৫ কোটি টাকা। তৃণমূল কংগ্রেস ১০৯৬ কোটি টাকা ।
এদিন শীর্ষ আদালতের রায়ের পর কংগ্রেসের তরফে বলা হয়েছে, নির্বাচনী বন্ডে সবচেয়ে বেশী লাভাবান হয়েছে বিজেপি। তাদের চাপেই তথ্য প্রকাশে দেরি করতে চাইছে স্টেট ব্যাঙ্ক। অন্যদিকে বামেদের তরফে বলা হয়েছে এসবিআই নির্বাচনী বন্ডদাতাদের নাম জানালেই স্পষ্ট হবে বিজেপি, তৃ়নমূল, ও কংগ্রেস সহ বিভিন্ন দলগুলির ভোটে টাকার যোগান কারা দেয়
❤ Support Us