Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • নভেম্বর ৭, ২০২৪

সিবিআইকে আরজি কর সংক্রান্ত তদন্ত দ্রুত করার নির্দেশ। বাংলা থেকে সরছে না মামলা, নির্দেশ সুপ্রিম কোর্টের

আরম্ভ ওয়েব ডেস্ক
সিবিআইকে আরজি কর সংক্রান্ত তদন্ত দ্রুত করার নির্দেশ। বাংলা থেকে সরছে না মামলা, নির্দেশ সুপ্রিম কোর্টের

আরজি করে মহিলা চিকিৎসক পড়ুয়ার ওপর যৌন অত্যাচার,হত্যা এবং হাসপাতালে আর্থিক কেলেঙ্কারি । দুইটি বিষয় নিয়েই স্বতঃপ্রনোদিত মামলা গ্রহণ করা হয়েছিল দেশের শীর্ষ আদালতে । এবিষয়ে বিগত বেশ কয়েকটি শুনানিতে রাজ্য এবং মামলাকারী এবং বিষয়টি নিয়ে তদন্তরত কেন্দ্রীয় সংস্থাকে সুস্পষ্ট নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট । এ সপ্তাহের মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হলেও তা বেশ কয়েকবার পিছিয়ে যায় । অবশেষে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা, বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে মামলাটি শোনা হল ।

চিকিৎস পড়ুয়ার ওপর যৌন অত্যাচার এবং হত্যার বিষয়ে, অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে ইতিমধ্যেই সিবিআইয়ের চার্জ গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে । এসংক্রান্ত মামলার শুনানি শুরু ১১ নভেম্বর থেকে শেয়ালদা কোর্টে । অন্যদিকে হাসপাতালের আর্থিক দুর্নীতি নিয়ে আরেকটি মামলা চলছে সিবিআইয়ের বিশেষ আদালতে । ঘটনার প্রায় নব্বই দিন অতিক্রান্ত, কিন্তু অভয়ার ওপর অত্যাচারের বিচার এখনো হয়নি, এমতাবস্থায় রাজ্যের বিচার প্রক্রিয়ার ওপর জন আস্থা কমছে । তাই রাজ্য থেকে এই মামলা অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার দাবি পেশ করা হয় এদিন সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চে । এদিন জনস্বার্থ মামলাকারী আইনজীবী ফিরোজ এদুলজি কোর্টে বলেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা শুধু রাজ্য পুলিশের দেওয়া তথ্যকেই সাজিয়ে গুছিয়ে পেশ করছে । এতে রাজ্যের মানুষ পুলিশ এবং বিচারব্যবস্থার ওপর আস্থা হারাচ্ছে । আইনজীবীর এই যুক্তি পেশের পরই শীর্ষ আদালতের প্রধান বিচারপতিআরজি কর মামলার শুনানি অন্য রাজ্যে সরানোর আবেদন দাবি নাকচ করে দেন । তিনি বলেন, ‘মণিপুরের ক্ষেত্রে আমরা যা করেছিলাম, এখানে সে রকম কিছু করছি না । মামলা স্থানান্তরের এখনই কোনও প্রয়োজন নেই বলে মনে করে আদালত ।’প্রধান বিচারপতি চন্দ্রচূড় একই সঙ্গে বলেন, চার্জশিট জমা দেওয়া হয়েছে, অভিযোগ গঠন করা হয়েছে। যদি জেলা জজ মনে করেন, তিনি সবসময় আরও তদন্তের নির্দেশ দিতে পারেন । এদিন এই মামলার পরবর্তী শুনানির দিন ১১ নভেম্বর হবে বলে জানিয়ে দেয় শীর্ষ আদালত ।

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, সিবিআইকে আগামী চার সপ্তাহের মধ্যে সপ্তম স্টেটাস রিপোর্ট জমা দিতে হবে । এই মামলায় সিবিআই ইতিমধ্যেই বেশ কয়েকটি রিপোর্ট জমা দিয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!