Advertisement
  • দে । শ
  • এপ্রিল ১৬, ২০২৪

পতঞ্জলির বিজ্ঞাপন মামলায় লিখিত ক্ষমা চাওয়ার আর্জি জানিয়েও রেহাই পেলেন না রামদেব

আরম্ভ ওয়েব ডেস্ক
পতঞ্জলির বিজ্ঞাপন মামলায় লিখিত ক্ষমা চাওয়ার আর্জি জানিয়েও রেহাই পেলেন না রামদেব

পতঞ্জলির বিভ্রান্তিকর বিজ্ঞাপন মামলায় সুপ্রিম কোর্টে জনসমক্ষে লিখিতভাবে ক্ষমা চাওয়ার আর্জি জানিয়েও রেহাই পেলেন না বাবা রামদেব। শীর্ষ আদালত পরিস্কার জানিয়ে দিয়েছে ‘কেন ক্ষমা করা হবে রামদেবকে? তিনি

নির্দোষ নন। তাঁর আচরণ দায়িত্বজ্ঞানহীন।’‌ পাশাপাশি রামদেবের ‘‌অতীত ইতিহাস’‌ খারাপ বলেও মন্তব্য করেছে দেশের শীর্ষ আদালত।

আজ সুপ্রিম কোর্টে আইনজীবী মুকুল রোহতগির মাধ্যমে নিঃশর্ত ক্ষমা চান বাবা রামদেব। তিনি আইনজীবীর মাধ্যমে আদালতকে বলেন, ‘‌আমি যা করেছি, তা ঠিক নয়। বিভ্রান্তিকর বিজ্ঞাপনের জন্য জনসমক্ষে ক্ষমা প্রার্থনা করতে চাই। আদালত অবমাননা করার জন্য সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে ক্ষমা চাইব।’‌ পাশাপাশি আদালতে রামদেব বলেন, ‘আগামী দিনে আমি এই বিষয়ে সতর্ক থাকব। আমি জানি কোটি কোটি মানুষ আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন।’

রামদেবের আর্জি প্রসঙ্গে সুপ্রিম কোর্টের বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি আহসানুদ্দিন আমানুল্লার বেঞ্চ জানায়, রামদেবের ক্ষমাপ্রার্থনা গ্রহণ করা হবে কি না, আদালত তা ভেবে দেখবে। সুপ্রিম কোর্টের দুই সদস্যের বেঞ্চ রামদেবকে বলেছে, ‘‌আপনার আগের ইতিহাস বেশ খারাপ। তাই আপনার ক্ষমাপ্রার্থনা গ্রহণ করা হবে কি না, তা আমরা ভেবে দেখব। আপনি নিজেও জানেন, যে অসুখের চিকিৎসা আবিষ্কৃত হয়নি, তার চিকিৎসা আপনিও করতে পারবেন না। আইন সবার জন্য সমান। এভাবে তো আপনি বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে পারেন না।’‌ অ্যালোপ্যাথি চিকিৎসা নিয়ে কুৎসা প্রসঙ্গে আচার্য বালকৃষ্ণ বলেন, ‘আমাদের অজ্ঞানতাবশত ভুল হয়ে গিয়েছে।’ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ২৩ এপ্রিল। সেদিন রামদেব ও বালকৃষ্ণ দুজনকেই আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!