Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ১৯, ২০২৩

বিতর্কিত প্রস্তরখণ্ডের বয়স নির্ধারণ এখনই নয়। জ্ঞানব্যাপী মামলায় শীর্ষ আদালতের স্থগিতাদেশ

আরম্ভ ওয়েব ডেস্ক
বিতর্কিত প্রস্তরখণ্ডের বয়স নির্ধারণ এখনই নয়। জ্ঞানব্যাপী মামলায় শীর্ষ আদালতের স্থগিতাদেশ

বারাণসীর জ্ঞানবাপী মসজিদে বিতর্কিত ‘শিবলিঙ্গ’-এর প্রাচীনত্ব পরীক্ষা এখনই নয়। শুক্রবার তার রায়ে জানাল সুপ্রিম কোর্ট। ৭ আগষ্ট পরবর্তী শুনানি। ততদিন কার্যকর হবে না এলাহাবাদ কোর্টের নির্দেশ। আরো দীর্ঘতর হল প্রস্তরখণ্ডর প্রকৃত সত্য উদঘাটন।

শুক্রবার সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠে। সেখানে সরকারের পক্ষে  সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহেতা।  তিনি দাবি করেন, যত দ্রুত সম্ভব কার্বন ডেটিং বা অন্য কোনো বিজ্ঞান্সম্মত পরীক্ষার ব্যবস্থা করা হোক।  অপরপক্ষে মসজিদ কমিটির আইনজীবী প্রত্নতাত্বিক পরীক্ষার অপ্রয়োজনীয়তার পক্ষে সওয়াল করেন । দু’পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতিরা তাঁদের পর্যবেক্ষণে জানান, বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। এনিয়ে চটজলদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে অশান্তি ও উত্তেজনার পরিস্থিতি তৈরি হতে পারে। তাই পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ বা এএসআই এক্ষেত্রে এখনই কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারবে না।

গত বছর বারাণসী আদালতের নির্দেশে জ্ঞানবাপী মসজিদ চত্বরে জরিপের সময় একটি পাথরের টুকরো উদ্ধার হয়। সেটি পাওয়া যায় ওজুখানা অর্থাৎ নামাজ পড়ার আগে মুসলিমরা যেখানে হাত-পা পরিস্কার করে সেই জলাশয়ের মধ্যে। মসজিদের আগত উপাসকদের দাবি, এটি ফোয়ারার খণ্ডিত অংশ। পাল্টা প্রতিক্রিয়ায় হিন্দুরা জানায়, সেটি কাশী বিশ্বনাথ মন্দিরের মূল শিবলিঙ্গ। যা ভেঙ্গে মসিজদ্র কাঠামো তৈরি হয়েছে। হিন্দুদের পক্ষ থেকে পাঁচ জন মহিলা পূণ্যার্থী আদালতে মামলা করেন। তাঁদের দাবি, সারা বছর ওখানে শিবের পূজা করতে দিতে হবে।  এবিষয়ে তাঁরা আইনি পদক্ষেপ গ্রহণ করআর সিদ্ধান্ত নেন।  তাঁদের  আইনজীবীরা  দাবি করেন প্রাচীনত্ব নির্ণয়ের জন্য বিতর্কিত পাথরটির কার্বন ডেটিং করতে হবে। এ নিয়ে বারাণসীর জেলা আদালতে মামলা করা  হলে সেই দাবি কোর্ট তা খারিজ করে দেয়।

বিষয়টি শেষ পর্যন্ত এলাহাবাদ হাইকোর্টে উঠলে হিন্দু উপাসকদের দাবিতে তাঁরা সম্মতি জানায়।   হাইকোর্টের রায়ে আপত্তি জানায় জ্ঞানব্যাপীর মসজিদ কমিটি । তাঁরা  শীর্ষ আদালতে যাওয়ার সিদ্ধান্ত নেয়।   সুপ্রিম কোর্টও  হিন্দু উপাসকদের আইনজীবীদের তাঁদের বক্তব্য রাখতে অনুমতি দেয়। এই মামলায়  বিতর্কিত পাথরের টুকরো  নিয়ে ২২ মে আর্কিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার প্রতিবেদন পেশ করার কথা ছিল।   শুক্রবার সুপ্রিম কোর্টের রায়ের জেরে এএসআই-এর রিপোর্ট প্রকাশও আপাতত থমকে গেল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!