- Uncategorized
- নভেম্বর ৯, ২০২৩
মামলার চাপ বাড়ছে, কেন্দ্রের সবুজ সংকেতে সুপ্রিম কোর্টে ৩ নতুন বিচারপতি নিয়োগ
নতুন তিন বিচারপতি পাচ্ছে সুপ্রিম কোর্ট। আইন ও ন্যায় মন্ত্রকের তরফে জানানো হয়েছে, তিনটি ভিন্ন ভিন্ন হাই কোর্টের প্রধান বিচারপতিকে শীর্ষ আদালতের এই তিন বিচারপতির দায়িত্ব দেওয়া হবে। সোমবারই সুপ্রিম কোর্ট কলেজিয়াম তাঁদের নাম সুপারিশ করেছিল।
সুপ্রিম কোর্টের নতুন তিন বিচারপতির দায়িত্ব দিল্লি হাই কোর্টের প্রধান বিচারপতি সতীশচন্দ্র শর্মা, রাজস্থান হাই কোর্টের প্রধান বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহ ও গৌহাটি হাই কোর্টের প্রধান বিচারপতি সন্দীপ মেহতা বৃহস্পতিবারই নিয়েছেন। বাড়তি মামলার চাপে নতুন এই তিন বিচারপতি নিয়োগ করা হল সুপ্রিম কোর্টে।
প্রসঙ্গত, সুপ্রিম কোর্টে সব মিলিয়ে ৩৪ জন বিচারপতি থাকার কথা। যেখানে এখনও পর্যন্ত বিচারপতির সংখ্যা ৩১। এই পরিস্থিতিতে কলেজিয়ামের তরফে প্রস্তাব রাখা হয়েছিল, সুপ্রিম কোর্টে বহু মামলা জমে গিয়েছে। মামলার ক্রমবর্ধমান চাপে নতুন তিন বিচারপতি নিয়োগ জরুরি হয়ে পড়ছে, এই তিন বিচারপতি নিয়োগ হলেই সুপ্রিম কোর্ট তার পূর্ণভাবে বিচারপতির সংখ্যায় সক্ষম থাকতে পারে। আর তাই কলেজিয়াম সিদ্ধান্ত নিয়েছে যে বিচারপতির এই তিনটি শূন্য পদ পূরণের। অবশেষে সেই প্রস্তাব মেনে আরও তিনজন বিচারপতিকে নিয়োগ করার সিদ্ধান্তে সবুজ সংকেত কেন্দ্রের তরফে দেওয়া হল।
❤ Support Us