- মা | ঠে-ম | য় | দা | নে
- ফেব্রুয়ারি ৯, ২০২৩
আইসিসি–র্যাঙ্কিংয়ে শীর্ষে সূর্য, নামলেন কোহলি

এই মুহূর্তে টি-টোয়েন্টি ক্রিকেটে দুর্দান্ত ছন্দে রয়েছেন ভারতের মিডল অর্ডার ব্যাটার সূর্যকুমার যাদব। প্রত্যাশা মতোই তিনি আইসিসি–র টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রাখলেন। তাঁর সংগৃহীত পয়েন্ট ৯০৬। সূর্যকুমার শীর্ষস্থান ধরে রাখলেও দু–ধাপ নেমে গেছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। এই মুহূর্তে তিনি রয়েছেন ১৫ নম্বর স্থানে। কোহলি নামলেও চমকপ্রদ উত্থান হয়েছে ওপেনার শুভমান গিলের। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে দুরন্ত সেঞ্চুরি শুভমানকে এগিয়ে দিয়েছে। তিনি এই মুহূর্তে রয়েছেন ৩০ তম স্থানে।
কোহলির পাশাপাশি নেমে গেছেন লোকেশ রাহুলও। তিনি দু’ধাপ নেমে এই মুহূর্তে রয়েছেন ২৭ নম্বর স্থানে। অন্যদিকে রোহিত শর্মা রয়েছেন ২৯ নম্বর স্থানে। বাঁহাতি উইকেটকিপার ব্যাটার ঈশান কিশান ৩ ধাপ নেমে গেছেন। এই মুহূর্তে তাঁর জায়গা ৪৮ নম্বরে।
ব্যাটারদের তালিকায় সূর্যকুমার শীর্ষে থাকলেও বোলারদের তালিকায় করুণ অবস্থা ভারতীয়দের। ভারতের কোনও বোলার টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে প্রথম দশের মধ্যে নেই। বাঁহাতি জোরে বোলার অর্শদীপ সিং ৮ ধাপ উঠে জীবনের সেরা ১৩ নম্বর পজিশনে উঠে এসেছেন ভুবনেশ্বর কুমার। এক ধাপ নেমে ২১ নম্বর স্থানে রয়েছেন মহম্মদ সিরাজ। অন্যদিকে রবিচন্দন অশ্বিন এবং অক্ষর প্যাটেল রয়েছেন ২৯ ও ৩০তম স্থানে।
অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই উঠে এসেছেন। ব্যাটারদের তালিকায় ৫৩তম স্থান থেকে ৫০ তম স্থানে উঠে এসেছেন হার্দিক। অন্যদিকে বোলারদের তালিকায় ৬৬ নম্বর স্থান থেকে ৪৬ নম্বর স্থানে উঠে এসেছেন। আর অলরাউন্ডারদের তালিকায় তিনি রয়েছেন দু’নম্বরে। শীর্ষস্থান ধরে রেখেছেন বাংলাদেশের সাকিব আল হাসান।
❤ Support Us