- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- জানুয়ারি ২২, ২০২৪
আইসিসি–র বর্ষসেরা পুরুষ টি২০ দলে ভারতের ৪, অধিনায়ক সূর্যকুমার
বিভিন্ন বিভাগে বর্ষসেরা ক্রিকেটারদের আগেই মনোনীত করেছে আইসিসি। সোমবার থেকে শুরু হয়ে গেল পুরস্কার ঘোষণা। প্রথম দিনেই বেছে নেওয়া হল পুরুষ ও মহিলাদের টি২০ ক্রিকেটের সেরা একাদশ। পুরুষ টি২০ দলে ভারতের ৪ জন। অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে সূর্যকুমার যাদবকে। আর মহিলা টি২০ দলে ভারত থেকে একমাত্র রয়েছেন দীপ্তি শর্মা।
সূর্যকুমার যাদব ছাড়াও পুরুষদের দলে ভারত থেকে রাখা হয়েছে যশস্বী জয়সওয়াল, রবি বিষ্ণোই ও অর্শদীপ সিংকে। যশস্বীর সঙ্গে ওপেনার হিসেবে স্থান পেয়েছেন ইংল্যান্ডের ফিল সল্ট। ৩ নম্বরে রয়েছেন নিকোলাস পুরান। তাঁকে উইকেটকিপার হিসেবে বেছে নেওয়া হয়েছে। চার নম্বরে সূর্যকুমার যাদব, পাঁচে জিম্বাবোয়ের সিকান্দার রাজা। ৬ থেকে ১১ নম্বরে রয়েছেন অল্পেশ রামজানি, মার্ক অ্যাডেয়ার, রবি বিষ্ণোই, রিচার্ড নাগারভা ও অর্শদীপ সিং।
মহিলাদের সেরা টি২০ দলের নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে শ্রীলঙ্কার চামারি আতাপাত্তুকে। ভারত থেকে একমাত্র রয়েছেন দীপ্তি শর্মা। গত বছর অলরাউন্ডার হিসেবে নিজেকে দারুণভাবে মেলে ধরেছিলেন তিনি। আইসিসি বর্ষসেরা মহিলা টি২০ আন্তর্জাতিক দলে জায়গা পেয়েছেন: চামারি আতাপাত্তু (অধিনায়ক), বেথ মুনি (উইকেটকিপার), লরা উলভার্ট, হেইলি ম্যাথুজ, ন্যাট–স্কিভার ব্রান্ট, অ্যামেলিয়া কের, এলিস পেরি, অ্যাশলে গার্ডনার, দীপ্তি শর্মা, সোফিয়ে একলেস্টোন, মেগান শুট।
❤ Support Us