Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ২১, ২০২৩

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজের দল ঘোষণা, নেতৃত্বে সূর্যকুমার

আরম্ভ ওয়েব ডেস্ক
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজের দল ঘোষণা, নেতৃত্বে সূর্যকুমার

বিশ্বকাপের ফাইনালের লড়াইয়ের রেশ কাটতে না কাটতেই আবার অস্ট্রেলিয়ার মুখোমুখি ভারত। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারত–অস্ট্রেলিয়া টি২০ সিরিজ। আর এই সিরিজের জন্য ঘোষিত হয়েছে ভারতীয় দল। হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতিতে ভারতীয় দল দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। প্রথম তিন ম্যাচের জন্য সহঅধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। সিরিজের প্রথম তিনটি ম্যাচে না খেললেও শেষ দুটি ম্যাচে খেলবেন শ্রেয়স আয়ার। দলে ফিরলে তিনি হবেন সহঅধিনায়ক।
মূলত ২০২৪ বিশ্বকাপের কথা মাথায় রেখে এখন থেকেই ভারতীয় দলকে তৈরি করে নেওয়ার চেষ্টা চলছে। হার্দিক পান্ডিয়া দলকেই নেতৃত্ব দেবেন। তবে চোটের জন্য তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজে খেলতে পারছেন না। তাই সূর্যকুমারের হাতেই নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে। মূলত এশিয়ান গেমসের দলে থাকা ক্রিকেটারদের নিয়েই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজের জন্য দল তৈরি করা হয়েছে। সেই দলে বিশ্বকাপ খেলা ক্রিকেটারদের মধ্যে শুধুমাত্র সূর্যকুমার যাদব এবং ঈশান কিষাণ রয়েছেন।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজে ভারতীয় দলে জায়গা হয়নি সঞ্জু স্যামসনের। তবে দলে রয়েছেন জিতেশ শর্মা। দ্বিতীয় উইকেটকিপার হিসেবে তাঁকেই তৈরি করতে চান নির্বাচকরা। কলকাতা নাইট রাইডার্সের সাড়া জাগানো তারকা রিঙ্কু সিং দলে রয়েছেন। এশিয়ান গেমসে দুরন্ত ফর্মে ছিলেন রিঙ্কু। দলে বাংলা থেকে একমাত্র সুযোগ পেয়েছেন মুকেশ কুমার।
ঘোষিত দল:‌ সূর্যকুমার যাদব (অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড় (সহঅধিনায়ক), ঈশান কিষাণ, যশস্বী জয়সওয়াল, তিলক বর্মা, রিঙ্কু সিং, জিতেশ শর্মা (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শিবম দুবে, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ, আবেশ খান, মুকেশ কুমার।
২৩ নভেম্বর বিশাখাপত্তনমে সিরিজ শুরু। এরপর ২৬ নভেম্বর তিরুবন্তপুরমে খেলবে দুই দল। সিরিজের তৃতীয় ম্যাচ ২৮ নভেম্বর, গুয়াহাটিতে। চতুর্থ ম্যাচ হবে ১ ডিসেম্বর রায়পুরে। আর সিরিজের শেষ ম্যাচ ৩ ডিসেম্বর বেঙ্গালুরুতে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!