- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- জানুয়ারি ২৮, ২০২৩
অর্ধেকেরও কম ম্যাচ খেলে ধোনিকে টপকে গেলেন সূর্যকুমার! দেখে নিন পরিসংখ্যান

টি-টোয়েন্টি ক্রিকেটে এই মুহূর্তে দুর্দান্ত ছন্দে রয়েছেন সূর্যকুমার যাদব। ২০২২ সালে তিনি আইসিসি–র বিচারে টি-টোয়েন্টি ফরম্যাটে বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। যদিও আন্তর্জাতিক ক্রিকেটে তিনি বেশিদিন আসেননি। কিন্তু কম সময়েই ক্রিকেটবিশ্বকে চমকে দিয়েছেন। ২০২১ সালের মার্চে ইংল্যান্ডের বিরুদ্ধে তার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। আর আন্তর্জাতিক ক্রিকেটে দু’বছর পূর্ণ হওয়ার আগেই তিনি সর্বোচ্চ রান সংগ্রহকারীর দিক দিয়ে টপকে গেলেন ভারতের কিংবদন্তি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং প্রাক্তন তারকা সুরেশ রায়নাকে।
দেশের হয়ে ৯৮টি টি–টোয়েন্টি ম্যাচ খেলেছেন মহেন্দ্র সিং ধোনি। রান করেছেন ১৬১৭। অন্যদিকে, সুরেশ রায়না খেলেছেন ৭৮টি ম্যাচ রান করেছেন ১৬০৫। ধোনির অর্ধেকেরও কম ম্যাচ খেলে তাঁকে টপকে গেছেন সূর্যকুমার যাদব। ৪৪টি ইনিংসে তাঁর সংগ্রহ ১৬২৫। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৩৪ বলে ৪৭ রান করার সঙ্গে সঙ্গে তিনি টপকে যান সুরেশ রায়না ও মহেন্দ্র সিং ধোনিকে।
ভারতীয় ব্যাটারদের মধ্যে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহকারী দিক দিয়ে এই মুহূর্তে পঞ্চম স্থানে পৌঁছে গেছেন সূর্যকুমার যাদব। তাঁর আগে রয়েছেন ৪ জন, বিরাট কোহলি, রোহিত শর্মা, লোকেশ রাহুল ও শিখর ধাওয়ান। কোহলির সংগ্রহে ৪০০৮ রান। দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা। তাঁর সংগ্রহে ৩৮৫৩। লোকেশ রাহুল ২২৬৫ রান করে তৃতীয় স্থানে রয়েছেন। আর চতুর্থ স্থানে রয়েছেন শিখর ধাওয়ান। তাঁর সংগ্রহে ১৭৫৯।
❤ Support Us