- দে । শ
- অক্টোবর ২৮, ২০২৩
লিসবন ফলসে উদ্ধার ১৮ জনের হত্যাকারী বন্ধুকবাজ রবার্ট কার্ড
অবশেষে স্বস্তির নিঃশ্বাস মার্কিন যুক্তরাষ্ট্রের মেইন রাজ্যের প্রশাসনের। নিজের গুলিতেই নিহত হয়েছেন গণহত্যাকারী রবার্ট কার্ড। শনিবার সন্ধ্যা স্থানীয় সময় ৭টা ৪৫ মিনিট নাগাদ তার মৃতদেহ উদ্ধার হয়েছে। এখবর জানিয়েছেন মেইন রাজ্যের জন নিরাপত্তা কমিশনার মাইক সোসুক। লুইস্টনের দক্ষিণ–পূর্বে অ্যান্ড্রোস্কোগিন নদীর কাছে লিসবন ফলসে রবার্ট কার্ডের মৃতদেহ পাওয়া গেছে।
গত বুধবার সন্ধ্যায় লুইস্টন শহরের একটা বোলিং অ্যালি এবং একটা বার কাম রেস্তোরাঁয় ঢুকে নির্বিচারে গুলি চালিয়ে ১৮ জনকে হত্যা করেন রবার্ট কার্ড। তার হামলায় ১৩ জন আহতও হন। হত্যালীলা চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছিলেন রবার্ট কার্ড। তাকে ধরার জন্য চিরুনি তল্লাশি শুরু করেছিল মেইন রাজ্যের প্রশাসন। রবার্ট কার্ডকে নিয়ে যথেষ্টই উদ্বিগ্ন ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর–পূর্ব রাজ্যের বাসিন্দারা। এরপর গত দুদিন ধরে তাকে আটক করার জন্য অভিযান শুরু করে মেইন রাজ্যের প্রশাসন। শেষ পর্যন্ত তার মৃতদেহ উদ্ধার হল।
মেইন রাজ্যের গভর্নর জেনেট মিলস সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন যে, ‘রবার্ট কার্ড আর কারও কাছে হুমকি হয়ে দাঁড়াবে না। নিজের গুলিতেই মারা গেছে। এই সন্ত্রাসীর মারা যাওয়ার খবর শুনে স্বস্তি নিঃশ্বাস ফেলছি।’ এর আগে গণহত্যা ঘটার পর পরই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন যে, ‘শুধু লুইস্টন কিংবা মেইনের জন্য নয়, পুরো দেশের জন্য রবার্ট কার্ড দুঃখজনক দিন নিয়ে এসেছিল। আমি এই বন্দুকবাজকে শেষ করার জ্য সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করব।’ বোলিং অ্যালি এবং বার কাম রেস্তোরাঁর হত্যাকাণ্ডের এই ঘটনাটি চলতি বছরে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে মারাত্মক গণহত্যা হিসেবে চিহ্নিত হয়েছে।
রবার্ট কার্ড একজন প্রাক্তন সেনাকর্মী। যদিও তিনি কখনও কোথাও মোতায়েন হননি। রিজার্ভ আর্মি হিসেবেই ছিলেন। সম্প্রতি তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন এবং তাকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল। মানসিক কারনেই রবার্ট কার্ড হত্যাকান্ড ঘটিয়েছিলেন বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। এই হত্যাকান্ড ২০১৭ সালের পর মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে মারাত্মক। ২০১৭ সালে একজন বন্দুকবাজ লাস ভেগাসে একটি জনাকীর্ণ সঙ্গীত উৎসবে গুলি চালিয়ে ৬০ জনকে হত্যা করেছিল।
❤ Support Us