Advertisement
  • এই মুহূর্তে
  • মার্চ ১৪, ২০২৩

বরখাস্ত বিজেপি বিধায়কের ঘোষণা, ২৬ সালের মধ্যেই ভারত ‘অখণ্ড হিন্দু রাষ্ট্র’

সভামঞ্চ থেকে নাম হায়দ্রাবাদ ও আহম্মদনগরের নাম পরিবর্তনের 'রাজকীয়' ঘোষণা

আরম্ভ ওয়েব ডেস্ক
বরখাস্ত বিজেপি বিধায়কের ঘোষণা, ২৬ সালের মধ্যেই ভারত ‘অখণ্ড হিন্দু রাষ্ট্র’

চিত্র : সংবাদ সংস্থা

হিন্দুত্ববাদের পুরনো এজেন্ডা আওড়ে গেলেন  বিজেপির সাময়িক বরখাস্ত  বিধায়ক টি রাজা সিং । আহমেদনগরের রহতায় ‘হিন্দুত্ব শিবির’ আয়োজিত সমাবেশে বললেন, ২০২৬ সালের মধ্যে ভারতকে ‘অখণ্ড হিন্দু রাষ্ট্র’ ঘোষণা করা হবে। তাঁর এই ধরনের বিবৃতির কারণ কী, তা তিনি বলেননি। কিন্তু নানা সময়ে, হিন্দুত্ববাদীদের নানা মহলে হিন্দুরাষ্ট্র নির্মাণের স্বপ্ন উড়ে বেড়ায়। বিজেপি সরকারি ভাবে কখনও হিন্দুত্ববাদী রাষ্ট্রের দাবি তোলেনি। হিন্দু মহাসভা থেকে  জন সংঘ  হয়ে আজকের  ভারতীয় জনতা দল পর্যন্ত প্রতিটি রূপান্তর পর্বে দেশকে ধর্মীয় রাষ্ট্রে  পরিণত করার চিন্তাভাবনা ও কৌশল কখনও গোপন রাখা হয়নি। গত  ৯০-এর  দশকের গোড়ার দিকে  যখন সংসদে বিজেপির ক্ষমতা বাড়ল, এবং বিশ্বনাথ প্রতাপ সিং-এর কোয়ালিশন সরকারে বিজেপি যোগ দিল, তখনই ওই সময়ের  স্বরাষ্ট্র  মন্ত্রী  এবং বরিষ্ঠ বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানি বলেছিলেন, ভারত কখনও ধর্মীয় রাষ্ট্র হবে না, সে তার ধর্মনিরপেক্ষ আদর্শ বজায় রাখবে। পরে অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে বিজেপি যখন পূর্ণ ক্ষমতায় দেশ শাসন শুরু করল,  তখনও ধর্মীয় রাষ্ট্রের দাবি তোলা হয়নি। এরকম কোনো পরিকল্পনাও দেখা যায়নি। অটলবিহারী বাজপেয়ী মানবিকতা,  ধর্মনিরপেক্ষতা ও ভারতীয়তাবোধকে দেশের গণতন্ত্রের অবিচ্ছেদ্য অঙ্গ বলে ভাবতেন।  তাঁর অনুপ্রেরণায় বহু অজনসংঘী মুখ বিজেপির সহযোগী হয়ে ওঠে। কিন্তু সংসদ ও দেশের বিভিন্ন বিধানসভায় অমুসলিমদের উপস্থিতি সংকুচিত হতে থাকে এবং সংসদের বাইরে গেরুয়া শিবিরের কল্পিত হিন্দুরাষ্ট্রের স্বপ্ন বার বার উঁকি দেয়। ২০১৪ সালে  কেন্দ্রীয় ক্ষমতায় মোদির আধিপত্য প্রতিষ্ঠার উৎস ছিল হিন্দু ভাবাবেগ আর উন্নয়নের প্রতিশ্রুতি। নরেন্দ্র ভাই মোদি কখনও প্রকাশ্যে নিজেকে হিন্দুত্ববাদের প্রবক্তা  না বললেও তাঁর প্রকাশভঙ্গিতে স্বধর্মীয়  চেতনা  সবসময় গুরুত্বপূর্ণ। সাম্প্রদায়িক হিংসা ও বিদ্বেষ যখন  ব্যক্তি ও সমষ্টির উচ্চারণে প্রতিধ্বনিত হয়েছে, তখনও তাঁর  নীরবতা হিন্দুরাষ্ট্রের কল্পনাকে প্রকারান্তরে প্রশ্রয় দিয়েছে। এ কারণেই বিনা বাধায় কেউ কেউ অগণতান্ত্রিক, অধর্মীয় এবং ধর্মনিরপেক্ষতাবিরোধী বিবৃতি জাহির করে আত্ম উপস্থিতিকে বড়ো করে তুলছেন। মহারাষ্ট্রের বহিষ্কৃত বিজেপি বিধায়ক টি রাজা সিং নেতা হিসেবে কতটা গণ্য তা সর্বজনবিদিত নয়। সম্ভবত, সস্তা জনপ্রিয়তা অর্জনের আকাঙ্খায় তিনি হিন্দুরাষ্ট্র প্রতিষ্ঠার জিগির হাঁকছেন । বলেছেন, আহমেদনগর ও হায়দ্রাবাদের নাম  পালটে যথাক্রমে  অহল্যাবাঈ নগর ও  ভাগ্যনগর করা হবে। একথা তিনিই নতুন  বলেননি।  বিজেপি একাধিকবার বলেছে।   


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!