- ন | ন্দ | ন | চ | ত্ব | র
- জুন ৯, ২০২২
‘সুস্থ’-য় মমতার হাঁটাহাটির দীর্ঘ রোডম্যাপ

আজকাল ‘সুস্থ’ প্রকাশিত হল। মাঝখানে, করোনাপর্বে সাময়িকভাবে প্রকাশনা থমকে যায়। এবার নতুন কলেবরে, বিষয় বৈচিত্র্য নিয়ে বের হয়েছে ২০২২-এর জুন সংখ্যা । প্রচ্ছদে মমতা ব্যানার্জির হাঁটাহাটির রোড ম্যাপ। সুস্থ-র সম্পাদককে মুখ্যমন্ত্রী বলেছেন, রোজ ২২ কিলোমিটার হাঁটতে হয় আমাকে। অর্থাৎ ১০ হাজার পদক্ষেপ, টেন থাউজেন্ড স্টেপস। অনেকের ধারণা, ভাত খেলে মোটা হয়ে যায়। পরিমিত খেতে হয়, এতে কোনও অসুখ হয় না। আমি প্রতিরাতে ২ ঘন্টা ঘুমোই। অন্যদের বলব, দিনে ৬ ঘন্টা ঘুমোবেন।
ভ্রমণ পত্রিকা ‘সফর’-এর জুন সংখ্যা মূল্যে সুলভ, গুণমানে অমূল্য। বিষয় সূচিতে সত্যম রায়চৌধুরীর দুনিয়াদারি, ঋতুপর্ণা সেনগুপ্তের স্বপ্নের আফ্রিকা, অনুপম রায়কে ঘিরে, ‘নিসের নুড়ি পাথর’, ‘যাত্রাপথে’ মৌ রায়চৌধুরী এবং কৌশিক রায়-এর ‘ভগিনী নিবেদিতার বাড়ি’—এরকম দূর-অদূরের কত বিষয় প্রকৃতির রঙ মেঘে যে-ভাবে সুবর্ণ, সহজিয়া হয়ে উঠেছে, তা সচরাচর নজরে পড়ে না।
আজকালের প্রতিটি প্রকাশনা হামেশা ধরন আর ধারণে আজকাল-এর মতোই ঝকঝকে, তারুণ্যে ভরপুর —একথা কি নতুন করে বলার প্রয়োজন আছে? তার প্রকাশনার প্রতিটি শাখা-প্রশাখা জানিয়ে দেয় যে, সে নিত্য আর নতুনের, প্রাণ চাঞ্চল্য আর উদ্ভাবনের নিয়মিত সহযাত্রী।
❤ Support Us