Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • মে ১৭, ২০২৩

পুলিশমন্ত্রীর পদ থেকে মমতার পদত্যাগের দাবি, এগরায় মহা মিছিলের ডাক দিলেন শুভেন্দু

আরম্ভ ওয়েব ডেস্ক
পুলিশমন্ত্রীর পদ থেকে মমতার পদত্যাগের দাবি, এগরায় মহা মিছিলের ডাক দিলেন শুভেন্দু

এগরার ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় পুলিশমন্ত্রী পদ থেকে মমতার পদত্যাগ দাবি করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিয়ে এই দাবিতে এবং ঘটনার এনআইএ তদন্তের দাবিতে  ২৫ হাজার লোক নিয়ে এগরায় মিছিলের ডাক দিলেন শুভেন্দু অধিকারী। বুধবার এগরা পৌঁছে শুভেন্দু অধিকারী বলেন, “এগরার খাদিকূলের গ্রামবাসীরা মারা গেল কেন মমতা বন্দ্যোপাধ্যায় জবাব দাও, এগরার ঘটনায় এনআইএ তদন্ত চাই। বগটুই থেকে এখনও পর্যন্ত যে ধরনের বিস্ফোরণের ঘটনা ও মৃত্যুর মিছিল ঘটছে তাতে পুলিশমন্ত্রী পদে থাকার কোনও অধিকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেই, তাঁর পদত্যাগ চাই।  মমতাকে গদি থেকে না সরালে এই অশান্তি বন্ধ হবে না। ২৫ হাজার লোক নিয়ে এগরায় পুলিশ মন্ত্রীর পদত্যাগের দাবিতে মহা মিছিল হবে। মমতার পুলিশ ভানু বাগের বাড়ি পাহারা দিচ্ছে। তথ্য লোপাটের চেষ্টা করছে মমতার পুলিশ। এই ঘটনায় এনআইএ তদন্ত চাই।”

বুধবার সকালে এগরার খাদিকূল গ্রাম, যেখানে মঙ্গলবার ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে, সেখানে পৌঁছে  রাজ্যের বিরোধী দলনেতা যখন এই বক্তব্য রাখেন, স্লোগান দেন, তখন শুভেন্দুর সঙ্গে গলা মেলান গ্রামবাসীরা।

এদিন এগরায় সাংবাদিকরা শুভেন্দুকে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেইতো এনআইএ তদন্তের কথা বলেছেন। উত্তরে শুভেন্দু বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন, দেখছেন না কথা বলতে গিয়ে কেমন করছেন। মনতার পুলিশ, সিভিক পুলিশ তোলাবাজির জন্য আছে।এই পুলিশ দিয়ে কিছু হবে না। মমতাকে গদিচ্যুত করতে হবে।”

এগরায় পৌঁছে শুভেন্দু এদিন ঘটনাস্থলের পাশের বাড়িতে যান, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। ঘটনাস্থলে পৌঁছে আহত ও নিহতদের পরিবারের সঙ্গেও তিনি কথা বলছেন তিনি।
স্থানীয়দের নিয়ে পুলিশ ও পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পুলিশমন্ত্রী পদ থেকে পদত্যাগ দাবি করে স্লোগান দেন। গ্রামবাসীরা নিহত হলেন কেন মমতা বন্দ্যোপাধ্যায়  জবাব দাও স্লোগান দেন শুভেন্দু, স্লোগানে মমতা বন্দ্যোপাধ্যায়  হায় হায় বলেও তিনি সুর চড়ান। এই সময় শুভেন্দুর সঙ্গে গলা মেলান গ্রামবাসীরা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!