Advertisement
  • দে । শ
  • নভেম্বর ৬, ২০২৩

বোসকে নিয়ে অখিল মন্তব্য। রাজ্যপালের কাছে নালিশ শুভেন্দুর

আরম্ভ ওয়েব ডেস্ক
বোসকে নিয়ে অখিল মন্তব্য। রাজ্যপালের কাছে নালিশ শুভেন্দুর

রাজ্যের মন্ত্রী অখিল গিরির নামে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের কাছে নালিশ জানিয়ে ইমেল করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী তাঁর এক্স হ্যান্ডেলে এই ইমেলের বিষয়টি উল্লেখ করেছেন এবং তার সঙ্গে অখিল গিরির কাঁথির একটি অনুষ্ঠানের বক্তব্যের কিছু অংশ ও নিজের চিঠির প্রতিলিপি যুক্ত করে দিয়েছেন। শুভেন্দু তাঁর রাজ্যপালকে পাঠানো চিঠিতে রাজ্যের কারা দফতরের প্রতি মন্ত্রী অখিল গিরির বক্তব্যের প্রসঙ্গ উল্লেখ করে লিখেছেন, আমি দুর্মুখ মন্ত্রী অখিল গিরির করা একটি চাঞ্চল্যকর অভিযোগের বিষয়ে মাননীয় রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে একটি ইমেল পাঠিয়েছি। আশা করি রাজ্যপালের তরফে তাঁর বিরুদ্ধে যথাযথ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অখিল গিরি কাঁথিতে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় বলেছেন, “এতো হম্বিতম্বি কিসের? আমরা পারি না, না কি? তোমার কলার ধরে তোমাকে ১০ মিনিটে জেলে ঢুকিয়ে দিতে পারি, আমাদের কাছে যে কাগজ আছে, নবান্নের কাছে যে কাগজ আছে। আমরা দেখছি, আমাদের হাতেও কাগজপত্র আছে। সেই জন্যই তো ১০ তারিখ কুণাল ঘোষের পূজা উদ্বোধন করতে গেছো। আমরা জানিয়ে না কি ওঁর সাথে কি আছে তোমার? তুমি কেন ১০ তারিখ মুখ্যমন্ত্রীকে ডেকেছো আলোচনার জন্যে, ১০০ দিনের কাজের টাকা আমরা জানি না? তোমার whatsapp য়ে, আমরা জানি না? তোমার কলঙ্ক আমরা ধরবো। ছাড় পাবে না আমাদের কাছে। আমাদেরও আইবি আছে পশ্চিমবঙ্গের। আমাদেরও ফাইল রেডি।” শুভেন্দু অধিকারী তাঁর এক্স হ্যান্ডেলে অখিল গিরির এই বক্তব্যের ভিডিওটি পোস্ট করেছেন। “আরাম্ভ” এই ভিডিওটির সত্যতা যাচাই করেনি।

অখিল গিরির এই বক্তব্য উল্লেখ করে শুভেন্দু অধিকারী রাজ্যপাল সিভি আনন্দ বোসকে যে ইমেল করেছেন, তার মূল বক্তব্য হচ্ছে, অখিল গিরির এই ভাবে কুকথা বলার অভ্যাস আছে। এর আগে তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সম্পর্কে কুকথা বলেছেন। সেই বক্তব্য নিয়ে বিতর্কের পর রাজ্য সরকার এই বক্তব্য নিয়ে পদক্ষেপ করেছে।  আবারও অখিল গিরি পূর্ব মেদিনীপুরের কাঁথিতে ৪ নভেম্বর একটি অনুষ্ঠানে রাজ্যপাল  সি ভি আনন্দ বোসের প্রতি কটাক্ষ করে একটি পূজা উদ্বোধনের প্রসঙ্গ ও ১০০ দিনের কাজের টাকা নিয়ে মুখ্যমন্ত্রী-রাজ্যপালের whatsapp -এ কথোপথনের প্রসঙ্গ খুব উদ্দেশ্যপ্রণোদিত ভাবে উল্লেখ বক্তব্য রেখেছেন। শুভেন্দুর রাজ্যপালের কাছে অনুরোধ, অখিল গিরির এই বক্তব্য রাজ্যপালের গরিমাকে ক্ষুন্ন করতে পারে না তবে এটা এক ধরণের কুৎসা, যা জনমানসে ছড়িয়ে দেওয়া হচ্ছে। শুভেন্দুর আবেদন,  রাজ্যপাল হিসেবে আপনি রাজ্য সরকারের কাছে অখিল গিরির বিরুদ্ধে এই জাতীয় মন্তব্য করার জন্য কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিন। তাঁকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দিতে নির্দেশ দিন। কারণ এই জাতীয় মন্তব্যের পর অখিল গিরি আর মন্ত্রী থাকার যোগ্য হতে পারেন না। চিঠির শেষ পংক্তিতে শুভেন্দু রাজ্যপালের কাছে অখিল গিরির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!