- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ২৯, ২০২৪
রাহুল গান্ধিকে “অশ্লীল” আক্রমণ শুভেন্দুর ! এফআইআর দায়ের কংগ্রেসের
নিজেকে ভারতীয় সংস্কৃতির প্রতিনিধি বলে বিভিন্ন সভাসমিতিতে দাবিনকরেন বিজেপি নেতা ও প্রাক্তন তৃণমূল মন্ত্রী শুভেন্দু অধিকারী। নিজেকে সুশীল রাজনীতিক এবং স্বাধীনতা সংগ্রামী পরিবারের সদস্য বলেও দাবি করা প্রবীন রাজনীতিকমও সাংসদ শিশির অধিকারীর এই নেতাপুত্রটি। তবে তিনি কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি সম্পর্কে এমন একটি শব্দ মুখে ব্যবহার করেছেন, যার ফলে চাপের মুখে এখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কংগ্রেসের ‘ন্যায় যাত্রা’-য় উপস্থিত রয়েছেন রাহুল। সোমবার সেই যাত্রা বাংলা ছেড়ে বিহারে গিয়েছে। আবার আসার কথা রাজ্যে। এরই মধ্যে প্রকাশ্যে এক অতি কুকথা ব্যবহার করলেন শুভেন্দু। তার পরেই রাজ্য জুড়ে বিভিন্ন থানায় শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করা শুরু করেছে কংগ্রেস। দলের নেতা তথা গান্ধি পরিবারের সদস্য সম্পর্কে এমন শব্দ ব্যবহার “অসম্মানজনক” বলেই দাবি কংগ্রেসের। এই ঘটনায় শাসক তৃণমূলও নিন্দায় সরব হয়েছে। তৃণমূলের পক্ষে এই ধরনের শব্দ ব্যবহারকে “অপসংস্কৃতি” বলে উল্লেখ করে শুভেন্দুকে আক্রমণ করা হয়েছে।
তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, “এটা ভাষা? রাহুল গান্ধিকে কী ভাষায় আক্রমণ করছেন গদ্দার? রাজনীতিতে এই ধরণের অসভ্যতা, অপসংস্কৃতি বন্ধ হোক। রাজ্য কংগ্রেস নেতারা বিজেপির দালালি করতে গিয়ে আর কত নিচে নামবেন যে এটাও হজম করছেন? শুভেন্দুর কুৎসিত রাজনীতি বেআব্রু হয়ে পড়ছে। এই অসুস্থ ভাষার তীব্র প্রতিবাদ করছি।”
এটা ভাষা? রাহুল গান্ধীকে কী ভাষায় আক্রমণ করছেন গদ্দার? রাজনীতিতে এই ধরণের অসভ্যতা, অপসংস্কৃতি বন্ধ হোক। রাজ্য কংগ্রেস নেতারা বিজেপির দালালি করতে গিয়ে আর কত নিচে নামবেন যে এটাও হজম করছেন?
শুভেন্দুর কুৎসিত রাজনীতি বেআব্রু হয়ে পড়ছে। এই অসুস্থ ভাষার তীব্র প্রতিবাদ করছি। pic.twitter.com/x9s1mFyUMP— Kunal Ghosh (@KunalGhoshAgain) January 29, 2024
শুভেন্দু অধিকারী সোমবার রাহুলের ন্যায়যাত্রা প্রসঙ্গে নন্দীগ্রাম থেকে কটাক্ষ করেন। সংবাদমাধ্যমের পক্ষে রাহুলের যাত্রা নিয়ে প্রশ্ন শুনেই বিরক্ত হয়ে ওঠেন শুভেন্দু বলেন, ‘‘গত চার দিন ধরে প্রশ্ন করে যাচ্ছেন, রাহুল গান্ধি, রাহুল গান্ধি। কে হরিদাস পাল? একটা…।’’ এর পরেও শুভেন্দু বলেন, ‘‘স্টোভের উপর কয়লা দিয়ে সকালবেলা চা তৈরি হয়। স্টোভের উপরে কয়লা দেওয়া হয় আমি তো দেখিওনি, শুনিওনি। যার এই সেন্স, তাকে কাউন্ট কেন করেন? পশ্চিমবাংলায় তো অপ্রাসঙ্গিক পার্টি। এই পার্টির কোনও অস্তিত্ব নেই।’’ বাংলার রাজনীতিতে কটু কথার অহরহ চলছে। তবে সোমবার শুভেন্দু যে শব্দ রাহুল সম্পর্কে ব্যবহার করেছেন তা কটু নয় বরং এতোটাই ‘অশ্লীল’ যে তা লেখা বা উচ্চারণ করা যাচ্ছে না।
শুভেন্দুর এই মন্তব্যের পর কংগ্রেসের পক্ষ থেকে সব জেলার থানায় থানায় শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ নিয়ে বিজেপির পক্ষে কোনও নেতাই কোনও মন্তব্য করতে চাননি। বিজেপি আপাতত নীরব থাকলেও সোমবার সন্ধ্যায় দলের রাজ্য দফতরে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে সাংবাদিক বৈঠকে থাকার কথা শুভেন্দুর। সেখানে তিনি আত্মপক্ষ সমর্থনে কিছু বলেন কি না সেটা দেখার।
❤ Support Us