- এই মুহূর্তে বি। দে । শ
- নভেম্বর ৬, ২০২৪
আমেরিকার প্রেসিডেন্ট পদে ফিরছেন ট্রাম্প ? জনরায়ের পাল্লা ভারি কোন দিকে?

ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস হোয়াইট হাউসে বসবেন, না রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো শীর্ষ পদে থাকবেন, তা নিয়ে বিশ্ববাসীর আগ্রহ তুঙ্গে। মার্কিন নির্বাচনের গণনার কাজ শুরু হয়েছে। দ্বিতীয়বারের জন্য আবার হোয়াইট হাউসে বসতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। সর্বশেষ গননার ফলাফল তেমনই ইঙ্গিত দিচ্ছে।
মার্কিন যুক্তরাষ্ট্রে মোট ইলেক্টোরাল কলেজ ৫৩৮। নির্বাচনে জিততে গেলে ম্যাজিক সংখ্যা ২৭০। জনমত সমীক্ষায় ডোনাল্ড ট্রাম্পের তুলনায় কমলা হ্যারিস সামান্য এগিয়ে থাকলেও নির্বাচনের ফলাফল অন্য কথা বলছে। ইতিমধ্যেই ২০০ ইলেক্টোরাল কলেজ ভোট পার করে ফেলেছেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর থেকে অনেকটাই পিছিয়ে রয়েছেন কমলা হ্যারিস। এখনও পর্যন্ত পাওয়া ফলাফলে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ২১১টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন। অন্যদিকে, ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ১৪৫টি ইলেকটোরাল কলেজ ভোট। ২৭০ ম্যাজিক সংখ্যা স্পর্শ করতে ট্রাম্পের আর মাত্র ৬৯টি ইলেকটোরাল কলেজ ভোট প্রয়োজন।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সকলের নজর ছিল ৭টি দোদুল্যমান অঙ্গরাজ্যের দিকে। এগুলি হল জর্জিয়া, অ্যারিজোনা, মিশিগান, পেনসিলভানিয়া, নেভাদা, নর্থ ক্যারোলাইনা ও উইসকনসিন। এই অঙ্গরাজ্যগুলিতে মোট ৯৩টি ইলেকট্রোরাল কলেজ ভোট রয়েছে। এই ৯৩টি ভোটের ওপরই নির্ভর করবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থীর ভাগ্য। এই ৭টি অঙ্গরাজ্যেই অবশ্য এগিয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এদের মধ্যে জর্জিয়া ও নর্থ ক্যারোলাইনায় ট্রাম্পের জয় প্রায় নিশ্চিত। ট্রাম্পকে পেছনে ফেলচে গেলে কমলা হ্যারিসকে পেনসিলভানিয়া, মিশিগান ও উইসকনসিনে জিততেই হবে। তবে এই তিন অঙ্গরাজ্যেও ট্রাম্প এগিয়ে।
কেন্টাকি, ওয়েস্ট ভার্জিনিয়া, ইন্ডিয়ানা, আলাবামা, ফ্লোরিডা, মিজৌরি, ওকলাহোমা ও টেনেসি অঙ্গরাজ্যে জিততে চলেছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ইন্ডিয়ানায় ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা ১১। ওয়েস্ট ভার্জিনিয়ায় ৪টি। আর কেন্টাকিতে ৮। এছাড়া আলাবামায় ৯টি, ফ্লোরিডায় ৩০, মিজৌরিতে ১০, ওকলাহোমায় ৭ ও টেনেসিতে ১১টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, এখনও পর্যন্ত ট্রাম্পের পক্ষে মোট ২১১টি ইলেকটোরাল কলেজ ভোট হচ্ছে। অন্যদিকে, ভারমন্ট, ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া, মেরিল্যান্ড ও ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে জয় পাচ্ছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস। ভারমন্টে ৩টি, ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ায় ৩, মেরিল্যান্ডে ১০ ও ম্যাসাচুসেটসে ১১টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। সব মিলিয়ে ১৪৫টি ইলেকটোরাল কলেজ ভোট আপাতত কমলার খাতায় উঠছে। ক্যালিফোর্নিয়া জয় পেয়েছেন কমলা হ্যারিস।
❤ Support Us