Advertisement
  • দে । শ
  • মে ১২, ২০২৩

সিডনিতে খলিস্তানপন্থীদের গণভোটের প্রচার অনুষ্ঠানে নিষেধাজ্ঞা জারি করল ব্ল্যাকটাউন সিটি কাউন্সিল

আরম্ভ ওয়েব ডেস্ক
সিডনিতে খলিস্তানপন্থীদের গণভোটের প্রচার অনুষ্ঠানে নিষেধাজ্ঞা জারি করল ব্ল্যাকটাউন সিটি কাউন্সিল

খলিস্তানের দাবিতে গণভোটের প্রচার উপলক্ষে সিডনিতে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, তা বাতিল করে দিয়েছে ব্ল্যাকটাউন সিটি কাউন্সিল। এই অনুষ্ঠানের আয়োজন করেছিল অনাবাসী শিখ সম্প্রদায়ের একাংশ যারা খলিস্তানের সমর্থক। সূত্রের খবর, এই অনুষ্ঠান নিয়ে আপত্তি ওঠার জেরে গোটা অনুষ্ঠানটি কোনও ঝুঁকি না নিয়ে বাতিল করা হয়েছে নিরাপত্তাজনিত কারণে।

এব্যাপারে ব্ল্যাকটাউন সিটি কাউন্সিল জানিয়েছে, নিরাপত্তা বিভাগের আধিকারিকদের সঙ্গে বৈঠকে এই অনুষ্ঠান ঘিরে আপত্তি ওঠায় আর ঝুঁকি নেওয়া হয়নি। শুক্রবার সকালে কাউন্সিলের তরফে এও জানানো হয়েছে, এধরনের অনুষ্ঠান কাউন্সিলের নীতির পরিপন্থী। এছাড়া এটি ভারতের অভ্যন্তরীণ বিষয় বলেও অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে। প্রসঙ্গত, অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত ঘোষণার আগে এদিন ব্ল্যাকটাউন সিটি কাউন্সিলের কর্তাদের সঙ্গে বৈঠকে বসে পুলিশ, গোয়েন্দা বিভাগ এবং অস্ট্রেলিয়ার বিদেশ ও বাণিজ্য মন্ত্রকের আধিকারিকরা। এই বৈঠকের আগে পর্যন্ত ঠিক ছিল অনুষ্ঠান করা যাবে। পরে সিদ্ধান্ত পাল্টানো হয়েছে। যদিও ব্ল্যাকটাউন সিটি কাউন্সিলে এই অনুষ্ঠানের বুকিং ছিল।

অনুষ্ঠানের আয়োজকদের তরফে জানানো হয়েছে, অনুষ্ঠান বাতিল করার নির্দেশ তারা পেয়েছেন। ব্ল্যাকটাউন সিটি কাউন্সিলের চিফ এক্সিকিউটিভ অফিসার কেরি রবিনসন জানিয়েছেন, অনুষ্ঠানে আয়োজকরা যে আপত্তিকর ব্যানার ও পোস্টারগুলি লাগিয়েছিল, পুলিশের নির্দেশে কাউন্সিলের কর্মীরা সেগুলি খুলে ফেলেছেন।

এই ঘটনা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কারণ সম্প্রতি অস্ট্রেলিয়ায় অনাবাসী শিখ সম্প্রদায়ের একাংশ যারা খলিস্তানের সমর্থক তারা সিডনিতে স্বামীনারায়ণ মন্দিরে হামলা চালায়। মন্দিরে হামলাকারীরা ভারত বিরোধী স্লোগানও লিখেছে মন্দিরের দেওয়ালজুড়ে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সন্ত্রাসবাদী হিসেবে কাঠগড়ায় তুলেও মন্দিরের দেওয়ালে স্লোগান লিখেছে খলিস্তানপন্থীরা। এছাড়া ঘটনাস্থলে ওড়ানো হয়েছে খলিস্তানের পতাকা। গুরুতর এই অভিযোগ ওই মন্দির কর্তৃপক্ষের।

তবে্ কেবল হিন্দু, মুসলমান ধর্মগুরুরাই নন, শিখ সম্প্রদায়ের ধর্মগুরুরাই নন, ওই হামলার তীব্র নিন্দা করেছেন শিখ সম্প্রদায়ের ধর্মগুরুরাও। হামলার ঘটনায় যুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন তাঁরা। প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার হিন্দু মন্দিরগুলিতে খলিস্তানপন্থীদের হামলার ঘটনা উত্তরোত্তর বাড়ছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!