- মা | ঠে-ম | য় | দা | নে
- ডিসেম্বর ৬, ২০২৪
রাজস্থানকে উড়িয়ে সৈয়দ মুস্তাকের নক আউটে বাংলা

সৈয়দ মুস্তাক আলি টি২০ ট্রফিতে রাজস্থানের বিরুদ্ধে গ্রুপ লিগের শেষ ম্যাচ বাংলার কাছে ছিল মরণবাঁচনের। নক আউটে যেতে গেলে জেতা ছাড়া রাস্তা ছিল না। হারলেই প্রতিযোগিতা থেকে বিদায়। কারণ, মধ্যপ্রদেশের কাছে গহারতে হয়েছিল। রাজস্থানের বিরুদ্ধে মাঠে নামার আগে বাংলা, মধ্যপ্রদেশ ও রাজস্থানের পয়েন্ট সমান ছিল। বাংলার বিরুদ্ধে জেতায় নক আউটের দৌড়ে এগিয়ে ছিল মধ্যপ্রদেশ। সুতরাং গ্রুপ লিগের শেষ ম্যাচে বাংলাকে জিততেই হত। মরণবাঁচন ম্যাচে জ্বলে উঠল বাংলা। রাজস্থানকে ৭ উইকেটে উড়িয়ে পৌঁছে গেল নক আউটে।
গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে রাজস্থানকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল বাংলা। প্রথম ওভারের দ্বিতীয় বলেই অভিজিত টোমারকে (০) তুলে নেন মহম্মদ সামি। প্রথম ওভারেই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় রাজস্থান। দ্রুত রান তুলতে পারেননি ভরত শর্মা, দীপক হুডারা। রাজস্থানকে দ্বিতীয় ধাক্কা দেন সায়ন ঘোষ। পঞ্চম ওভারে ফেরান অন্য ওপেনার নেন ভরত শর্মাকে (১০ বলে ৮)। এরপর দীপক হুডাকে (১৯ বলে ১৭) তুলে নিয়ে রাজস্থানকে বড় ধাক্কা দেন শাহবাজ আমেদ।
৬ ওভারের মধ্যেই ২৯ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় রাজস্থান। এরপর জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান কার্তিক শর্মা ও অধিনায়ক মহীপাল লোমরোর। মহীপালকে (৩৭ বলে ৪৫) তুলে নিয়ে জুটি ভাঙেন ঋত্বিক চ্যাটার্জি। কার্তিককে (২৯ বলে ৪৬) ফেরান শাহবাজ। ডেথ ওভারে ভয়ঙ্কর হয়ে ওঠেন মহম্মদ সামি। ১৮তম ওভারের শেষ বলে ফেরান শুভম গারওয়ালকে (৬ বলে ৪)। ১৯তম ওভারের প্রথম বলে তুলে নেন দীপক চাহারকে (৯ বলে ১১)। সামির দুরন্ত বোলিংয়ে ডেথ ওভারে বেশি রান তুলতে পারেনি রাজস্থান। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তোলে ১৫৩। ৪ ওভার বোলিং করে ২৬ রান দিয়ে ৩ উইকেট নেন সামি। শাহবাজ আমেদ ও সায়ন ঘোষ ২টি করে উইকেট নেন।
জয়ের জন্য ১৫৪ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ইনিংসের পঞ্চম বলে করণ লালের (২ বলে ৪) উইকেট হারায় বাংলা। বাংলার রান তখন ১১। প্রথম ওভারে উইকেট হারালেও বাংলাকে চাপে পড়তে দেননি অভিষেক পোড়েল ও অধিনায়ক সুদীপ ঘরামি। জুটি বেঁধে দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান। জুটিতে ওঠে ১১১। আগ্রাসী মেজাজে ব্যাট করেন অভিষেক। শেষ পর্যন্ত ৪৮ বলে ৭৮ রান করে আউট হন তিনি। মারেন ৭টি চার ও ৪টি ছক্কা।
অভিষেক যখন আউট হন, বাংলার রান ১৪.২ ওভারে ২ উইকেটে ১২২। শাকির গান্ধী (৪ বলে ১) রান পাননি। তাতে অবশ্য বাংলার জয় পেতে কোনও অসুবিধা হয়নি। বাংলাকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন সুদীপ ঘরামি ও শাহবাজ আমেদ। ৪৫ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন সুদীপ। ১২ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন শাহবাজ। ১৮.৩ ওভারে ১৫৪/৩ রান তুলে নক আউটে পৌঁছে যায় বাংলা। ৭ ম্যাচে বাংলার পয়েন্ট ২৪। রাজস্থানের ২০।
❤ Support Us