- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- নভেম্বর ২৯, ২০২৪
সৈয়দ মুস্তাকে টানা তিন ম্যাচ পর মধ্যপ্রদেশের কাছে জয়রথ থেমে গেল বাংলার
সৈয়দ মুস্তাক আলি টি২০ ক্রিকেটে অপ্রতিরোধ্য গতিতে এগোচ্ছিল বাংলা। প্রথম তিন ম্যাচে টানা জয়। চতুর্থ ম্যাচে এসে ছন্দপতন। বাংলার বিজয়রথ এসে থেমে গেল মধ্যপ্রদেশের কাছে। বড় রান করেও জয় অধরা। বাংলার তোলা ১৮৯ রান অনায়াসে টপকে গেল মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের জয়ের অন্যতম কান্ডারি রজত পতিদার।
এদিন টস জিতে প্রথমে ব্যটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলা। আগের ম্যাচগুলির মতো দারুণ শুরু করেছিলেন অভিষেক পোড়েল ও করণ লাল। ৪ ওভারেই তুলে ফেলেছিলেন ৪৬। পঞ্চম ওভারের প্রথম বলেই আউট হন অভি্যেক (১৪ বলে ২৫)। এরপর দলকে টেনে নিয়ে যান করণ লাল ও শাকির গান্ধী। ৯.২ ওভারের মাথায় দলীয় ৯১ রানে আউট হন করণ লাল (৩০ বলে ৪৪)। ২৩ বলে ৩১ রান করে আউট হন শাকির গান্ধী আউট হলেন। অধিনায়ক সুদীপ ঘরামি ২১ বলে ২৯ রান করেন। শাহবাজ আমেদ ১৬ বলে করেন ৩৭।
একসময় মনে হচ্ছিল ২০০ রানের গন্ডি পার করে দেবে বাংলা। শেষদিকে শাহবাজ আমেদ ছাড়া বাকিরা রান পাননি, ১৬ বলে ৩৭ রান করেন শাহবাজ। ঋত্বিক চ্যাটার্জি (৭), ঋত্বিক রায়চৌধুরিরা (৬) ব্যর্থ। শেষ পর্যন্ত ২০ ওভারে তোলে ১৮৯/৯। মধ্যপ্রদেশ দলের হয়ে শিবম শুক্লা ৪ ওভারে ২৯ রান দিয়ে ৪ উইকেট পান।
জয়ের জন্য ১৮৯ রান খুব একটা খারাপ ছিল না। কিন্তু একেবারে হতাশাজনক পারফরমেন্স বাংলার বোলারদের। যার ওপর বেশি ভরসা ছিল, সেই মহম্মদ সামি চূড়ান্ত হতাশ করেছেন। ৪ ওভারে ৩৮ রান খরচ করে কোনও উইকেট পাননি। যদিও ৩৭ রানেই মধ্যপ্রদেশের ওপেনিং জুটি ভাঙে বাংলা। অভিষেক পাঠককে ১২ রানে তুলে নেন কনিষ্ক শেঠ। ৪২ রানের মাথায় অভিষেক পাঠককেও (১৮ বলে ২৫) তুলে নেন কনিষ্ক। এরপর দলকে এগিয়ে নিয়ে যান শুভ্রাংশু সেনাপতি (৩৩ বলে ৫০) ও রজত পতিদার (৪০ বলে ৬৮)। এই দুই ব্যাটারই মধ্যপ্রদেশের জয়ের ভিত গড়ে দেন। সায়ন ঘোষ এই দুই ব্যাটারকে তুলে নিলেও মধ্যপ্রদেশকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন বেঙ্কটেশ আয়ার (৯ বলে অপরাজিত ১২) ও হরপ্রীত ভাটিয়া (১১ বলে অপরাজিত ২১)। ২ বল বাকি থাকতেই ১৯০/৪ তুলে ম্যাচ জিতে নেয় মধ্যপ্রদেশ।
❤ Support Us