Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • নভেম্বর ৩০, ২০২৪

গৃহযুদ্ধ চরমে, সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো দখল করে নিল বিদ্রোহীরা

আরম্ভ ওয়েব ডেস্ক
গৃহযুদ্ধ চরমে, সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো দখল করে নিল বিদ্রোহীরা

বেশ কয়েক বছর ধরেই সিরিয়ায় যথেষ্ট সক্রিয় বিদ্রোহী গোষ্ঠীগুলি। বেশ বড় আকারের গৃহযুদ্ধ শুরু হয়েছে। কয়েকদিন আগে থেকেই দেশের উত্তর–পশ্চিমাঞ্চলে সরকারি বাহিনীর ওপর বড় ধরণের হামলা শুরু করেছে ইসলামী জঙ্গিগোষ্ঠী হায়াত তাহরির আল–শাম ও তার গোষ্ঠীগুলি। বড় ধরণের হামলা চালিয়ে বেশ কয়েকটা এলাকাও দখল করে নিয়েছে। এবার সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর অর্ধেক দখল করে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠীগুলো। এদিকে, সিরিয়া সরকারকে সাহায্য করার জন্য অস্ত্র পাঠাচ্ছে রাশিয়া।

আলেপ্পো শহরের অর্ধেকই এখন হায়াত তাহরির আল–শাম ও তার মিত্র গোষ্ঠীগুলির নিয়ন্ত্রণে। যদিও শহর দখল করতে বিদ্রোহী গোষ্ঠীগুলিকে কোনও বেগ পেতে হয়নি। কোনও ধরণের প্রতিরোধ ছাড়াই সরকারি সেনাবাহিনী পিছু হটেছে। এমনকি একটা গুলিও চলেনি। বিদ্রোহীদের কব্জায় চলে যাওয়ায় আলেপ্পো বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। সব বিমান বাতিল করা হয়েছে। বিরোধী বিদ্রোহীরা ইতিমধ্যেই শহরের কেন্দ্রস্থলে পৌঁছে গেছে। দ্রুত এলাকার দখলে নিচ্ছে। সিরিয়ার সেনাবাহিনী আলেপ্পোর সব প্রধান রাস্তা বন্ধ করে দিয়েছে।

বিদ্রোহী গোষ্ঠীগুলো গত বুধবার থেকে আকস্মিক হামলা চালিয়ে ছোট শহরগুলি দখল করতে থাকে এবং ধীরে ধীর আলেপ্পোয় পৌঁছে যায়। রাশিয়া, ইরানের সহায়তায় ২০১৬ সালে বিদ্রোহীদের কাছ থেকে এই শহরটি দখল করেছিলেন প্রেসিডেন্ট বাসার আল–আসাদ। আঞ্চলিক শক্তি শিয়া মিলিশিয়ারাও আল–আসাদকে সাহায্য করেছিল। বর্তমানে এই এলাকায় ইরান সমর্থিত মানুষ কম থাকায় বিদ্রোহীদের এলাকা দখল করতে তেমন বেগ পেতে হচ্ছে না। জইশ আল–ইজ্জা বিদ্রোহী গোষ্ঠীর কমান্ডার মুস্তাফা আবদুল জাবের বলেন, ‘‌সীমান্তবর্তী আলেপ্পো প্রদেশে ইরান–সমর্থিত মানুষ কম থাকায় আমরা দ্রুত অগ্রসর হতে পারছি।’‌

গণতন্ত্রের দাবিতে ২০১১ সালে শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু হয়েছিল সিরিয়ায়। সেই শান্তপূর্ণ বিক্ষোভ দমন করতে প্রেসিডেন্ট বাসার আল–আসাদ চূড়ান্ত দমন–পীড়ন চালায়। সরকারের দমন–পীড়ন নীতির জন্যই সেই শান্তিপূর্ণ বিক্ষোভ গৃহযুদ্ধে রূপ নেয়। ২০১১ সাল থেকে এখনও পর্যন্ত গৃহযুদ্ধে ৫ লক্ষেরও বেশি মানুষ নিহত হয়েছেন। বিদ্রোহীদের আটকাতে মিত্র সিরিয়াকে আরও সামরিক সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া। ২ দিনের মধ্যেই এই সাহায্য পৌঁছে যাবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!