শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
জামা তাও আবার প্লাস্টিকের বোতলের ! অবিশ্বাস্য হলেও এমন আজব কাণ্ড ঘটেছে রোমানিয়ায়। গিনেস বুক ওফ ওয়ার্ল্ড রেকর্ড জানিয়েছে , বিশ্বের সবচেয়ে বড়ো টি-শার্ট তৈরি হয়েছে সে দেশে। দেশের তিন প্রধান পরিবেশ কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে এ অসম্ভব সম্ভব হয়েছে । টি শার্ট এতটাই বড়ো যা আকারে প্রায় একটি রাগবি খেলার মাঠকেও ছুঁয়ে ফেলতে পারে। মূলত পুনর্ব্যবহারযোগ্য সম্পদ ব্যবহারে উৎসাহিত করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
গিনেস বুকের পরিসংখ্যান অনুযায়ী, টি শার্টের দৈর্ঘ্য ১০৮.৯৬ ও প্রস্থে ৭৩.৪৮ মিটার। সংবাদ সংস্থা সূত্রে জানা যাচ্ছে, অন্তত পাঁচ লক্ষ প্লাস্টিকের বোতল বুননের জন্য ব্যভার করে তৈরি করা হয়েছে বিশাল আকৃতির এ টিশার্ট। বিরল এ কীর্তি গড়ে তলার কারিগর অ্যাসোসিয়া ১১, কৌফক্যান্ড রোমানিয়া, ফেডেরেশিয়া রোমানা। সংস্থার সঙ্গে যুক্ত সদস্যরা বলেছেন, বুননের জন্য ব্যবহৃত প্লাস্টিক সংগ্রহ করতে প্রায় তিন মাস সপ্তাহ সময় লেগেছে। বহু অধ্যাবসায়ের ফলে তৈরি হয়েছে এ পোষাক।
২৭ মার্চ প্রথম এটি রাজধানী বুখারেষ্টে স্থানীয় ক্রীড়া স্টডিয়ামে উন্মোচনা করা হয়। দেশের প্রতি সম্মান জানিয়ে ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকাকে টিশার্টের বুকে স্থান দেওয়া হয়েছে। রোমানিয়া রাগবি দলের অন্তত ১২০ জন সদস্য তাকে প্রসারিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। এতো বড়ো জামা বানানোর নজির এ মুহুর্তে পৃথিবীর আর কোনোদেশের নেই।। স্বাভাবিকভাবেই তা স্থান করে নিয়েছে রেকর্ড বুকে।প্রস্তুতকারী সংস্থাদের কথায় বিশাল আকৃতির এ টি শার্ট থেকে দশ হাজার জামা বানানো যেতে পারে। যা মেটাতে পারে বহু দুঃস্থ মানুষের অভাব মেটাতে কাজে লাগানো যেতে পারে ।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34