- মা | ঠে-ম | য় | দা | নে
- জুন ৩, ২০২৪
প্রথম ম্যাচে কষ্টার্জিত জয় ওয়েস্ট ইন্ডিজের, সুপার ওভারে ওমানকে হারাল নামিবিয়া

রবিবার ঢাকে কাঠি পড়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। ডালাসের গ্র্যান্ড প্রাইরিয়ে স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা। কানাডার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র যেমন সহজ জয় পেয়েছে, তেমনই নিজেদের ঘরের মাঠে দুর্বল পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে জয় তুলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
গায়ানায় টস জিতে পাপুয়া নিউ গিনিকে প্রথমে ব্যাট করতে পাঠান ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রভম্যান পাওয়েল। ক্যারিবিয়ান বোলারদের সামনে সেভাবে আক্রমণাত্মক হতে পারেনি পাপুয়া নিউ গিনি ২০ ওভারে ৮ উইকেটে তোলে ১৩৬ রান। ৪৩ বলে সর্বোচ্চ ৫০ রান করেন সেসে বাও। ১৮ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন কিপলিং ডোরিগা। ওয়েস্ট ইন্ডিজের হয়ে আন্দ্রে রাসেল ও আলজারি জোসেফ দুটি করে উইকেট নেন।
ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই ধাক্কা খায় ওয়েস্ট ইন্ডিজ কোন রান না করে ফিরে যান জনসন চার্লস। এরপরই বৃষ্টি নামে। বৃষ্টির জন্য মিনিট ২০ খেলা বন্ধ থাকার পর আবার শুরু হয়। একসময় ৯৭ রানে ৫ উইকেট হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত দলকে জয় এনে দেন রস্টন চেজ। ২৭ বলে ৪২ রান করে তিনি অপরাজিত থাকেন। ৯ বলে ১৫ রান করে অপরাজিত থাকেন আন্দ্রে রাসেল। ওপেনার ব্রেন্ডন কিং ২৯ বলে করেন ৩৪, নিকোলাস পুরাণ ২৭ বলে করেন ২৭, অধিনায়ক রভম্যান পাওয়েল করেন ১৫। ১ ওভার বাকি থাকতে ৫ উইকেট হারিয়ে ১৩৭ রান তুলে ম্যাচ জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ।
দিনের প্রথম ম্যাচে কানাডাকে ৭ উইকেটে হারায় মার্কিন যুক্তরাষ্ট্র। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৯৪ রানের বিশাল স্কোর খাড়া করেছিল কানাডা। নভনিত ধালিওয়াল ৪৪ বলে ৬১ রান করেন। নিকোলাস কিরটন ৩১ বলে করেন ৫১। ব্যাট করতে নেমে দ্বিতীয় বলে স্টিভেন টেলরকে হারালেও জয় পেতে সমস্যা হয়নি মার্কিন যুক্তরাষ্ট্রের। ৪২ রানের মাথায় মোনাক প্যাটেল (১৬) আউট হলেও দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান আন্দ্রিয়স গুস (৪৬ বলে ৬৫) ও আরন জোন্স। ৪০ বলে ৯০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। ১৭.৪ ওভারে ১৯৭/৩ রান তুলে ম্যাচ জিতে নেয় মার্কিন যুক্তরাষ্ট্র।
অন্যদিকে, আজ নাটকীয়ভাবে শেষ অল ওমান-নামিবিয়া ম্যাচ। নিষ্পত্তি হল সুপার ওভারে। প্রথমে ব্যাট করে ১৯.৪ ওভারে ১০৯ রানে গুটিয়ে যায় ওমান। ২১ রানে ৪ উইকেট নেন ট্রাম্পেলম্যান। জবাবে ২০ ওভারে ১০৯/৬ রান তোলে নামিবিয়া। ম্যাচ গড়ায় সুপার ওভারে। প্রথমে ব্যাট করে ২১ তোলে নামিবিয়া। ওমান ১ উইকেটে তোলে ১০।
❤ Support Us