- মা | ঠে-ম | য় | দা | নে
- অক্টোবর ২৭, ২০২২
টানা দ্বিতীয় ম্যাচ জিতে গ্রুপ শীর্ষে পৌঁছে গেল ভারত

পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে দুরন্ত জয় মনোবল অনেকটাই বাড়িয়ে দিয়েছিল। তার ওপর ভর করে এগিয়ে চলেছে ভারত। হল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে দারুন জয় তুলে নিল রোহিত শর্মার দল। ভারত জিতল ৫৬ রানে। ধারাবাহিকতা ধরে রাখলেন বিরাট কোহলি। রোহিত শর্মা, সূর্যকুমার যাদবরা রানে ফিরলেও টিম ম্যানেজমেন্টের কাছে কাঁটা হয়ে থাকল লোকেশ রাহুলের ফর্ম। প্রথম ম্যাচের পর এদিনও ব্যর্থ ভারতের এই ওপেনার।
টস জিতে এদিন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। সতর্কভাবে শুরু করেছিল ভারতের দুই ওপেনার। সতর্ক থাকলেও শেষরক্ষা করতে পারেননি লোকেশ রাহুল। ১২ বলে ৯ রান করে তিনি ভ্যান মেকেরেনের বলে এলবিডব্লিউ আউট হন। এরপর দলকে টানেন রোহিত ও কোহলি। ৩৫ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন রোহিত। শেষ পর্যন্ত ৩৯ বলে ৫৩ রান করে ক্লাসেনের বলে আকেরম্যানের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি।
রোহিত আউট হওয়ার পর দলকে টেনে নিয়ে যান কোহলি ও সূর্যকুমার যাদব। ১৩.২ ওভারে ১০০ রান পূর্ণ হয় ভারতের। রোহিতের মতো কোহলিও হাফ সেঞ্চুরি করেন কোহলি। তাঁর ৫০ আসে ৩৭ বলে। আগের ম্যাচের ব্যর্থতা কাটিয়ে ঝড় তোলেন সূর্যকুমার যাদব। ১৭.৫ ওভারে ১৫০ রান পূর্ণ হয় ভারতের। শেষ পর্যন্ত ২০ ওভারে তোলে ১৭৯/২। ৪৪ বলে ৬২ রান করে অপরাজিত থাকেন কোহলি। অন্যদিকে ইনিংসের শেষ বলে ৬ মেরে ২৫ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন সূর্যকুমার যাদব।
জয়ের জন্য ১৮০ রানের লক্ষ্য যে হল্যান্ডের কাছে কঠিন হবে, জানাই ছিল। তৃতীয় ওভারেই ধাক্কা খায় হল্যান্ড। ভুবনেশ্বরের বলে আউট হন বিক্রমজিৎ সিং (১)। এরপর শুরু হয় ভারতের দুই স্পিনার অক্ষর প্যাটেল ও রবিচন্দ্রন অশ্বিনের ভেল্কি। অক্ষর তুলে নেন ম্যাক্স ওডোডকে (১৬) ও বাস ডি লিডকে (১)। অন্যদিকে অশ্বিন ফেরান কলিন আকেরম্যান (১৭) ও টম কুপারকে (৯)। সামি এসে তুলে নেন টিম প্রিঙ্গলকে (২০)।
প্রথম স্পেলে ২ ওভার বোলিং করে দুটি মেডেনসহ ১ উইকেট তুলে নিয়েছিলেন ভুবনেশ্বর কুমার। দ্বিতীয় স্পেলে বোলিং করতে এসে তুলে নেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডকে (৫)। ১৮ তম ওভারের পঞ্চম ও ষষ্ঠ বলে ব্যান বিক (৩) ও ক্লাসেনকে (০) তুলে নিয়ে হ্যাটট্রিকের সামনে পৌঁছে গিয়েছিলেন অর্শদীপ। ইনিংসের শেষ ওভারের প্রথম বলে হ্যাটট্রিক আটকান মেকেরন। শেষ পর্যন্ত ২০ ওভারে ১২৩/৯ তোলে হল্যান্ড। ৯ রানে ২ উইকেট ভুবনেশ্বর কুমারের। ১৮ রান ২ উইকেট নেন অক্ষর, ২১ রানে ২ উইকেট অশ্বিনের। ৩৭ রানে ২ উইকেট নেন অর্শদীপ। ১টি উইকেট নেন সামি। টানা ২ ম্যাচ জিতে গ্রুপ শীর্ষে ভারত।
❤ Support Us