- মা | ঠে-ম | য় | দা | নে
- অক্টোবর ৩১, ২০২২
দক্ষিণ আফ্রিকার কাছে হেরে পাকিস্তানের কাজ কঠিন করে দিল ভারত

সুপার টুয়েলভে জমে গেল ২ নম্বর গ্রুপের লড়াই। রবিবার এই গ্রুপে তিন–তিনটি ম্যাচ ছিল। বাংলাদেশ নাটকীয় ম্যাচে জিম্বাবোয়েকে হারায় ৩ রানে। অন্যদিকে দিনের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে টি২০ বিশ্বকাপে প্রথম জয় তুলে নেয় পাকিস্তান। শেষ ম্যাচে ভারতকে ৫ উইকেটে হারায় দক্ষিণ আফ্রিকা। ভারতকে হারিয়ে ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এল প্রোটিয়ারা।
ভারত–দক্ষিণ আফ্রিকা ম্যাচের দিকে তাকিয়েছিল পাকিস্তান। প্রোটিয়া হারলেই পাকিস্তানের সুবিধা হয়ে যেত। সেমিফাইনালে যাওয়ার রাস্তা কিছুটা পরিস্কার হত। কিন্তু হতাশই হতে হয়েছে পাক সমর্থকদের। প্রথমে ব্যাট করে ভারত তুলেছিল ১৩৩/৯। জবাবে ২ বল বাকি থাকতে ১৩৭/৫ তুলে ম্যাচ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়েও দারুণভাবে ম্যাচে ফিরে আসে প্রোটিয়ারা। দুরন্ত ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকাকে জয়ের পথে এগিয়ে নিয়ে যান এইডেন মার্করাম ও ডেভিড মিলার।
টস জিতে ব্যাট করতে নেমে ভারত শুরুতে বিপর্যয়ে পড়েছিল। ভারতের টপ অর্ডারে ধস নামিয়েছিলেন লুঙ্গি এনগিডি। প্রথমে তুলে নেন রোহিত শর্মাকে (১৪ বলে ১৬)। ৪ বল পরেই ফেরান লোকেশ রাহুলকে (১৪ বলে ৯)। এনগিডির বলে পরপর দুটি বাউন্ডারি হাঁকিয়ে চাপ কাটানোর চেষ্টা করছিলেন কোহলি। শেষ পর্যন্ত বাজিমাত করে যান এনগিডিই। তাঁর শর্ট ডেলিভারি পুল করতে গিয়ে লং লেগে রাবাডার হাতে ক্যাচ দিয়ে আউট হন কোহলি (১১ বলে ১২)। ৪৩ রানে ৩ উইকেট হারিয়ে দল বিপর্যয়ে। অক্ষর প্যাটেলের পরিবর্তে প্রথম একাদশে আসা দীপক হুডা (০) সুযোগ কাজে লাগাতে পারেননি। পরের ওভারেই হার্দিক পান্ডিয়াকে (৩ বলে ২) তুলে নিয়ে ভারতের বাটিংকে কফিনবন্দী করে দেন এনগিডি। হার্দিক আউট হওয়ার পর ভারতে টেনে নিয়ে যায় সূর্যকুমার যাদব। চাপের মুখে দুরন্ত ব্যাটিং সূর্যকুমারের। ৩০ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ। দীনেশ কার্তিক (১৫ বলে ৬) ব্যর্থ। শেষ পর্যন্ত ৪০ বলে ৬৮ রান করে আউট হন সূর্যকুমার। ২৯ রানে ৪ উইকেট নেন এনগিডি। ১৫ রানে ৩ উইকেট পার্নেলের।
ভারতের জোরে বোলারদের দাপটে দক্ষিণ আফ্রিকাও শুরুতে বিপর্যয়ে পড়ে। অর্শদীপ শুরুতেই তুলে নেন কুইন্টন ডিকক (১) ও রিলে রুসোকে (০)। এরপর বাভুমাকে (১৫ হলে ১০) তুলে নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে ফেলে দেন সামি। শুরুর ধাক্কা সামলে দলকে এগিয়ে নিয়ে যান এইডেন মার্করাম ও ডেভিড মিলার। ১৬ তম ওভারে জুটি ভাঙেন হার্দিক পান্ডিয়া। তাঁর বলে সূর্যকুমারের হাতে ক্যাচ দিয়ে আউট হন মার্করাম। ৪১ বলে ৫২ রানের দুরন্ত ইনিংস খেলে দলের চাপ কাটিয়ে দেন। তাঁর ও ডেভিড মিলারের ৭৬ রানের জুটি দক্ষিণ আফ্রিকাকে জয়ের দিকে এগিয়ে দেয়। ট্রিস্টান স্টাবস (৬) অশ্বিনের বলে আউট হলেও দক্ষিণ আফ্রিকার জয় আটকায়নি। ২ বল বাকি থাকতে দলকে জয় এনে দেন ডেভিড মিলার। ৪৬ বলে ৫৯ রান করে তিনি অপরাজিত থাকেন। ২৫ রানে ২ উইকেট নেন অর্শদীপ। দুরন্ত বোলিং করে ১৩ রানে ১ উইকেট নেন সামি।
নেদারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখল পাকিস্তানও। প্রথমে ব্যাট করে হলেন নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ৯১ রানের বেশি তুলতে পারেনি। জবাবে ১৩.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ৯৫ রান তুলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। সেমিফাইনালের ক্ষীণ স্বপ্নও বাঁচিয়ে রাখলেন বাবর আজমরা।
অন্য ম্যাচে, নাটকীয় শেষ ওভারে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৩ রানে জয় তুলে নেয় বাংলাদেশ। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ তোলে ১৫০/৭। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেন নাজমুল হাসান শান্ত। ৫৫ বলে তিনি করেন ৭১। জবাবে ২০ ওভারে জিম্বাবোয়ে তোলে ১৪৭/৮। জিম্বাবোয়ের হয়ে সর্বোচ্চ রান করেন সিন উইলিয়ামস (৪২ বলে ৬৪)। বাংলাদেশের তাসকিন আমেদ দুরন্ত বোলিং করে ১৯ রানে ৩ উইকেট নেন। মুস্তাফিজুর রহমান ১৫ রানে নেন ২ উইকেট। শেষ ওভারে নাটক জমে ওঠে। জিম্বাবোয়ের জয়ের জন্য দরকার ছিল ১৬ রান। দ্বিতীয় বলে এভান্সকে (২) তুলে নেন মোসাদ্দেক। তৃতীয় ও চতুর্থ বলে ৪ ও ৬ মেরে জিম্বাবোয়েকে জয়ের দিকে এগিয়ে দেন গাভারা (৩ বলে ১০)। পঞ্চম বলে তিনি স্ট্যাম্প হন। শেষ বলে ৪ রান দরকার ছিল। নো বল করেন মোসাদ্দেক। ফ্রিহিট কাজে লাগাতে পারেননি মুজারাবানি।
❤ Support Us