Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ৪, ২০২২

প্রথম দল হিসেবে বিশ্বকাপের শেষ চারের ছাড়পত্র নিউজিল্যান্ডের

আরম্ভ ওয়েব ডেস্ক
প্রথম দল হিসেবে বিশ্বকাপের শেষ চারের ছাড়পত্র নিউজিল্যান্ডের

শুক্রবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে সুপার ১২–র গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নেমেছিল নিউজিল্যান্ড। আইরিশদের বিরুদ্ধে জিতলেই সেমিফাইনালের ছাড়পত্র নিশ্চিত। হারলে তাকিয়ে থাকতে হত অন্য ম্যাচের ফলাফলের দিকে। সেই পরিস্থিতিতে পড়তে হল না কিউয়িদের। আয়ারল্যান্ডকে ৩৫ রানে হারিয়ে ১ নম্বর গ্রুপ থেকে প্রথম দল হিসেবে সেমিফাইনালে পোঁছে গেল নিউজিল্যান্ড। কাজে এল না আয়ারল্যান্ডের জোসুয়া লিটলের দুরন্ত হ্যাটট্রিক। প্রথম ব্যাট করে নিউজিল্যান্ড তুলেছিল ১৮৫/‌৬। জবাবে ২০ ওভারে ১৫০/‌৯ তোলে আয়ারল্যান্ড।
এদিন টস জিতে নিউজিল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল আ্যারল্যান্ড। জোসুয়া লিটল এদিন শুরুতে ভাল বোলিং করলেও নিজেকে মেলে ধরতে পারেননি মার্ক এডেয়ার ও ব্যারি ম্যাকার্থি। সেই সুযোগেই আইরিশদের ওপর চেপে বসেন নিউজিল্যআন্ডের দুই ওপেনার ফিন অ্যালেন ও ডেভন কনওয়ে। ওপেনিং জুটিতে ওঠে ৫২। কিউয়িদের প্রথম ধাক্কা দেন এডেয়ার। তুলে নেন অ্যালেনকে (‌১৮ বলে ৩২)‌। এরপর দলকে টেনে নিয়ে যান কনওয়ে ও উইলিয়ামসন। এদিন আক্রমণাত্মক হয়ে উঠতে পারেননি কনওয়ে। ৩৩ বলে ২৮ রান করে তিনি আউট হন। কনওয়ে আউট হওয়ার পরপরই ফেরেন গ্লেন ফিলিপ। ৯ বলে তিনি করেন ১৭।
নিজজিল্যান্ডকে বড় রানের দিকে এগিয়ে দেন উইলিয়ামসন ও ড্যারিল মিচেল। ১৯ তম ওভারের দ্বিতীয় বলে উইলিয়ামসনকে (‌৩৫ বলে ৬১)‌ তুলে নেন জোসুয়া লিটল। পরের বলে ফেরান জিমি নিশামকে (‌০)‌। চতুর্থ বলে মিচেল স্যান্টনারকে (‌০)‌ তুলে নিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন লিটল। চলতি টি২০ বিশ্বকাপে এটা দ্বিতীয় হ্যাটট্রিক। প্রথম রাউন্ডে শ্রীলঙ্কার বিরূদ্ধে হ্যাটট্রিক করেছিলেন সংযুক্ত আরব আমিরশাহীর কার্তিক মেইয়াপ্পান। শেষ পর্যন্ত ২০ ওভারে ১৮৫/‌৬ তোলে নিউজিল্যান্ড। ২২ রানে ৩ উইকেট নেন জোসুয়া লিটল।
ব্যাট করতে নেমে দারুণ শুরু করেছিল আয়ারল্যান্ড। ওপেনিং জুটিতে ৮ ওভারে তুলে ফেলে ৬৮। টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসনের মতো জোরে বোলারদের কোনও সুযোগই দেননি দুই আইরিশ ওপেনার পল স্টার্লিং ও অ্যান্ড্রু বলবিরনিয়ে। স্যান্টনার এসে জুটি ভাঙেন। নবম ওভারের প্রথম বলে তুলে নেন বলবিরনিয়েকে (‌২৫ বলে ৩০)‌। পরের ওভারেই পল স্টার্লিংকে (‌২৭ বলে ৩৭)‌। ফেরান ইস সোধি। এই দুই কিউয়ি স্পিনার নিউজিল্যান্ড ইনিংসে ধস নামান। পরপর আউট হন লরকান টাকের (‌১৩)‌ ও হ্যারি টেকটর (‌২)‌। অন্যদিকে গ্যারেথ ডেলানিকে (‌১০)‌ তুলে নেন লকি ফার্গুসন। জর্জ ডকরেল (‌১৫ বলে ২৩)‌, ফিওন হ্যান্ডও (‌৫)‌ তাঁর শিকার। অন্যদিকে কার্টিস ক্যাম্ফারকে (‌৭)‌ ফেরান টিম সাউদি। শেষ পর্যন্ত ২০ ওভারে ১৫০/‌৯ তোলে আয়ারল্যান্ড। ২২ রানে ৩ উইকেট নেন ফার্গুসন। ২৬ রানে ২ উইকেট স্যান্টনারের। ৩১ রানে ২টি উইকেট নেন ইস সোধি। ২৯ রানে ২ উইকেট সাউদির।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!