Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ৯, ২০২২

নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে উঠে চমক ‘‌আনপ্রেডিক্টেবল’‌ পাকিস্তানের

আরম্ভ ওয়েব ডেস্ক
নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে উঠে চমক ‘‌আনপ্রেডিক্টেবল’‌ পাকিস্তানের

১৯৯২ ও ১৯৯৯ একদিনের বিশ্বকাপের পর ২০০৭ টি২০ বিশ্বকাপ। তিনবারই পাকিস্তানের কাছে সেমিফাইনালে হারতে হয়েছিল নিউজিল্যান্ডকে। ২০২২ টি২০ বিশ্বকাপেও ইতিহাস বদলাকে পারল না কিউয়িরা। পাকিস্তানের কাছে আবার সেই সেমিফাইনালে হার। এবারও সেমিফাইনালে পাকিস্তান গাঁট কাটাতে পারল না নিউজিল্যান্ড। একসময় পাকিস্তানের সেমিফাইনালে ওঠার কথাই ছিল না। সেখান থেকে ফাইনালে পৌঁছে গেল ‘‌আনপ্রেডিক্টেবল’‌ পাকিস্তান। সেমিফাইনালে ছন্দে ফিরে দুরন্ত ব্যাটিং করে দলকে ফাইনালে তুললেন বাবর আজম ও মহম্মদ রিজওয়ান। এদিন প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৫২/‌২ তোলে কিউয়িরা। জবাবে ১৯.‌১ ওভারে ১৫৩/‌৩ তুলে ফাইনালে পৌঁছে যায় পাকিস্তান।
এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি নিউজিল্যান্ডের। প্রথম ওভারেই ফিন অ্যালেনকে (‌৪)‌। তুলে নেন শাহিন আফ্রিদি। ষষ্ঠ ওভারে সাদাব খানের দুরন্ত থ্রো–তে সাজঘরে ফেরেন কনওয়ে (‌২০ বলে ২১)‌। অষ্টম ওভারে গ্লেন ফিলিপকে (‌৮ বলে ৬)‌ নিজের বলেই ক্যাচ ধরে তুলে নেন মহম্মদ নওয়াজ।
৮ ওভারের মধ্যে ৪৯ রানে ৩ উইকেট হারানোর পর নিউজিল্যান্ডকে টেনে নিয়ে যান অধিনায়ক কেন উইলিয়ামসন ও ড্যারিল মিচেল। জুটিতে ওঠে ৬৮। ১৭ তম ওভারে জুটি ভাঙেন শাহিন আফ্রিদি। তাঁর বলে বোল্ড হন কেন উইলিয়ামসন। ৪২ বলে ৪৬ রান করেন তিনি। ড্যারিল মিচেলের সঙ্গে  উইলিয়ামসন আউট হওয়ার পর হাফ সেঞ্চুরি পূর্ণ করেন মিচেল। ৩২ বলে তাঁর ৫০ আসে। শেষ পর্যন্ত ৩৫ বলে ৫৩ রান করে তিনি অপরাজিত থাকেন। জিমি নিশাম করেন ১২ বলে অপরাজিত ১৬। ‌২৪ রানে ২ উইকেট নেন শাহিন আফ্রিদি।‌
চলতি টি২০ বিশ্বকাপে গ্রুপ লিগের ম্যাচে পাকিস্তানের ওপেনিং জুটি চূড়ান্ত ব্যর্থ ছিল। সেমিফাইনালে ছন্দ খুঁজে পেলেন বাবর আজম ও মহম্মদ রিজওয়ান। আর তাতেই উড়ে গেলেন ট্রেন্ট বোল্ট, টিম সাউদিরা। শুরু থেকেই এদিন ঝকঝকে লাগছিল বাবর ও রিজওয়ানকে। আক্রমণের জন্য বেছে নিয়েছিলেন বোল্টকে। পাওয়ার প্লে–র ৬ ওভারে ৫৫ তুলে ফেলে পাকিস্তানের ওপেনিং জুটি। ১০ ওভারে পৌঁছে যায় ৮৭ রানে। ৩৬ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন বাবর আজম। চলতি বিশ্বকাপে এটাই তাংর প্রথম হাফ সেঞ্চুরি। দীর্ঘদিন পর বড় রান পেলেন পাকিস্তান অধিনায়ক। চাপের মুখে তাঁর দুরন্ত ইনিংসই পাকিস্তানের ফাইনালের রাস্তা পরিস্কার করে দেয়।
১৩ তম ওভারে জুটি ভাঙেন ট্রেন্ট বোল্ট। বোল্টের বল গ্যালারিতে পাঠাতে গিয়ে লং অনে ড্যারিল মিচেলের হাতে ক্যাচ দিয়ে আউট হন বাবর আজম। ৪২ বলে ৫৩ রান করে তিনি আউট হন। রিজওয়ানের সঙ্গে জুটিতে তোলেন ১০৫ রান। টি২০ বিশ্বকাপে বাবর ও রিজওয়ান জুটির তৃতীয় সেঞ্চুরির ইনিংস। বাবর আউট হওয়ার পর হাফ সেঞ্চুরি পূর্ণ করেন মহম্মদ রিজওয়ান। তাঁর ৫০ আসে ৩৬ বলে। ৪৩ বলে ৫৭ রান করে ট্রেন্ট বোল্টের বলে আউট হন রিজওয়ান। দলের জয়ের মুখে আউট হন মহম্মদ হ্যারিস (‌২৬ বলে ৩০)‌। এরপর পাকিস্তানকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন শান মাসুদ (‌৪ বলে অপরাজিত ৪)‌।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!